Salman Khan-Karan Johar: ২৫ বছরের দূরত্ব মিটিয়ে ফের একসঙ্গে সলমন-কর্ণ? আগামী ঈদে আসছে নতুন ছবি
Salman-Karan: সলমন ও কর্ণের একসঙ্গে এই ছবির খবর ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে। তবে এই খবর সত্যি হলে সলমন ও কর্ণের ২৫ বছরের দূরত্ব ঘুঁচবে। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন
কলকাতা: ২৫ বছরের দূরত্ব মিটল সলমন খান (Salman Khan) আর কর্ণ জোহরের (Karan Johar)? আগামী বছরের ঈদে নাকি একসঙ্গে ছবি তৈরির পরিকল্পনা করছেন দুই তারকা? সূত্রের খবর, তাঁরা ২০২৪ সালের ঈদে নতুন ছবির কাজ করবেন একসঙ্গে। ঈদে হিট ছবি দেওয়ার তালিকা বেশ লম্বা 'ভাইজান'-এর। আর এবার, দুই তারকা নতুন কী পরিকল্পনা করবেন সেইদিকে তাকিয়ে অনুরাগীরা।
এইবছর ঈদে মুক্তি পাচ্ছে সলমন খান ও পূজা হেগড়ে (Puja Hegde)-র নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। শুধু অভিনয় নয়, বেশ অনেক বছর পরে এই ছবিতে শোনা যাবে সলমনের কন্ঠও। ছবির গান 'জি রহে থে হম' গানে কণ্ঠ শোনা যাবে খোদ সলমনেরই। ইতিমধ্যেই অবশ্য মুক্তি পেয়ে গিয়েছে গানটি। রোম্যান্টিক (Romantic Song) ঘরানার এই গানের নাম 'জি রহে থে হম' (Jee Rahe The Hum)। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ ভাইজান। প্রায় ৮ বছর পর ফের নেপথ্য কণ্ঠে শোনা যাবে সলমনের গান। অমল মলিকের তৈরি এই গানে বিশেষ নতুন কিছু না থাকলেও একেবারে আদ্যন্ত প্রেমের গান এটি। গানের ভিডিওয় দেখা যাচ্ছে সহ-অভিনেত্রী পূজা হেগড়ের মন জয়ের চেষ্টা করছেন সলমন। গানে গানে নিজের ভালবাসার কথা স্বীকার করছেন তিনি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের শুরুর আভাসই এই গান। ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে সলমন খান, ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, জসসি গিল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগরকে। সলমন খানের ছবির সমস্ত উপাদান - অ্যাকশন, পারিবারিক ড্রামা, রোম্যান্স সবই রয়েছে এতে।
সলমন ও কর্ণের একসঙ্গে এই ছবির খবর ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে। তবে এই খবর সত্যি হলে সলমন ও কর্ণের ২৫ বছরের দূরত্ব ঘুঁচবে। 'কুছ কুছ হোতা হ্যায়' ( Kuch Kuch Hota Hai) ছবিতে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন। এরপরে আর কর্ণের ছবিতে দেখা যায়নি সলমনকে। দুই তারকা ২৫ বছর পরে একসঙ্গে সে কী চমক দেন সেটাই দেখার। কোন ঘরানার ছবি হতে চলেছে এটি বা ছবির নায়িকাই বা কে হবেন তা এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Salman-Rakhi: ফের হুমকি ই-মেল সলমনকে, জুড়ল রাখী সবন্তের নামও!