Shefali Shah: জনবহুল জায়গায় আপত্তিকর স্পর্শ, নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শেফালি শাহ
Shefali Shah News: শেফালি আরও বলেন, 'আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি কথা বলা প্রয়োজন। আমি নিজের জীবনে এই বিষয়টাকে খুব একটা বেশি জায়গা দিই না'
কলকাতা: এই ঘটনা নিয়ে কথা উঠলে বোধহয় কমবেশি সব মহিলারাই মিলিয়ে ফেলতে পারেন নিজের জীবনের সঙ্গে। সত্যিটা তিক্ত হলেও, রাস্তাঘাটে অনাহুত ছোঁয়া, অশ্লীল ইঙ্গিতের শিকার হননি, এমন নারীর সংখ্যা দিন দিন যেন বড্ড কমে আসছে। কেবল সাধারণ মানুষ নয়, দুর্ভাগ্যবশত এই অভিজ্ঞতার শিকার হতে হয় তারকাদেরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের এমন এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শেফালি শাহ (Shefali Shah)।
মীরা নায়ার (Mira Niar) পরিচালিত মনসুন ওয়েডিং (Monsoon Wedding) ছবিতে অভিনয় করেছিলেন শেফালি। তাঁর চরিত্রের নাম রিয়া ভার্মা (Ria Varma)। তাঁর চরিত্রটি গল্পে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিল ছোটবেলায়। এমন একটি চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। এই ছবি নিয়ে কথা বলতে গিয়েই শেফালি বলেছেন, 'আমি আগেও বলেছি, অনেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। আমার এখনও মনে আছে, আমি বাজারে বেরিয়েছিলাম এবং খুব ভিড়ের মধ্যে হঠাৎ শরীর একটা আপত্তিকর স্পর্শ অনুভব করি। ভীষণ খারাপ অভিজ্ঞতা ছিল সেটা। আমি সেটার জন্য নিজেকে দোষারোপ করি না কখনও কিন্তু ঘটনাটা ভীষণ লজ্জাজনক।'
শেফালি আরও বলেন, 'আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি কথা বলা প্রয়োজন। আমি নিজের জীবনে এই বিষয়টাকে খুব একটা বেশি জায়গা দিই না। তবে এই ছবিতে অভিনয় করতে গিয়ে বার বার আমার ওই ঘটনার কথা মনে হয়েছে। ঘটনাটা আমায় কেবল লজ্জা দেয়, কষ্ট দেয় এবং সেইসময় আমার মনে হয়েছিল এটা ভুলে যাওয়াই শ্রেয়।'
প্রসঙ্গত, একের পর এক নারীকেন্দ্রীক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শেফালি। 'জলসা', 'ডার্লিংস', 'দিল্লি ক্রাইম ২', 'হিউম্যান', ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে 'ডক্টর জি'। সেখানেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এই ছবির মুখ্যভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা। এই ছবিতে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের (gynecologist) চরিত্রে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে। মহিলাদের শারীরিক সমস্যার সমাধান করেন তিনি। এবার ডাক্তার নিজে পুরুষ, কিন্তু চিকিৎসা মহিলাদের, কীভাবে সম্ভব? এমনই মনে করে আয়ুষ্মানের চরিত্রও। একজন পুরুষ গাইনেকোলজিস্ট অর্থাৎ স্ত্রী রোগ বিশেষজ্ঞের সামনে কী কী সমস্যা আসতে পারে সেই গল্পই বলে এই ছবি। তাঁর অভিনীত ছবি জলসা দেখানো হয় ত্রয়োদশ মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যাল।