Salman Khan: রাতে শ্যুটিং করতে পছন্দ করেন, 'দেখতে ভাল লাগছে না' মনে হলেই ফ্লোর ছেড়ে চলে যান সলমন!
Salman Khan News: সলমনের আরও এক অদ্ভুত অভ্যাসের কথা বলেছিলেন বলরাজ। সলমন যদি সেটে এসে মনে করতেন, আজ তাঁকে ভাল দেখাচ্ছে না, তিনি ২ ঘণ্টার মধ্যে সেট ছেড়ে বেরিয়ে যেতেন
কলকাতা: বলিউড। এই ইন্ডাস্ট্রিকে ঘিরে নিত্য তৈরি হয় কত গল্প.. কত কথাই থেকে যায় অজানা। বিভিন্ন সাক্ষাৎকারে হামেশাই প্রকাশ পায় বিভিন্ন অভিনেতাদের অদ্ভুত সব অভ্যাসের কথা। শ্যুটিংয়ের নিয়ম থেকে শুরু করে খাওয়া দাওয়া, দেরি করে ফ্লোরে আসার অভ্যাস.. বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের রয়েছে বিভিন্ন অভ্যাস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, সলমন খান (Salman Khan)-এর সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য, অভিনেতার অদ্ভূত সব অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা আনন্দ বলরাজ (Anand Balraj)।
পরদেশ বা খলনায়কের মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন বলরাজ। এখনও তিনি একাধিক ছবিতে চরিত্রাভিনেতার অভিনয় করে থাকেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন বলরাজ। তিনি জানান, সলমন সাধারণত রাতে শ্যুটিং করতে পছন্দ করেন। 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে কাজ করার সময় বলরাজ দেখেছিলেন, যে দৃশ্যগুলো সকালে শ্যুটিং করা উচিত, সেগুলোও রাতে শ্যুট করেছিলেন সলমন। শুধু তাই নয়, সলমনের অভ্যাস রয়েছে শ্যুটিং শেষের পরে নিয়মিত ছবির অন্যান্য সদস্য, অভিনেতা ও বাকি ক্রুয়েদের সঙ্গে সময় কাটানো। রাত দুটো বা তিনটেয় শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও সবাই যখন বাড়ি যেতেন, সলমন বসতেন আড্ডা দিতে। সবাইকে থাকতেও বলতেন। রাত সাড়ে তিনটে পর্যন্তও ফ্লোরে কাটাতেন তিনি।
সলমনের আরও এক অদ্ভুত অভ্যাসের কথা বলেছিলেন বলরাজ। সলমন যদি সেটে এসে মনে করতেন, আজ তাঁকে ভাল দেখাচ্ছে না, তিনি ২ ঘণ্টার মধ্যে সেট ছেড়ে বেরিয়ে যেতেন। আবার পরেরদিন শ্যুটিং করতে ফিরতেন। নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না থাকলে, এখনও নাকি শ্যুটিং করে না সলমন। তবে বলরাজ জানান, সলমন কাজের ক্ষেত্রে ভীষণ নিষ্ঠাবান। কখনও কাজ অসমাপ্ত রেখে চলে যান না তিনি। সময়ের মধ্যেই শেষ করেন ছবির শ্যুটিং। তবে এক্ষেত্রে অনেক সময়েই সলমনকে সাহায্য করেন তাঁর বডি ডাবলস-রা।
সলমন শরীরচর্চার দিক থেকেও ভীষণ নিষ্ঠাবান। নিয়মিত শরীরচর্চা করেন তিনি, নজর রাখেন ডায়েটেও। তাঁর শরীরচর্চা, নাচ, অভিনয় এখনও তাক লাগায় দর্শকদের। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi ka Bhai Kisi Ka Jaan)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল পুজা হেগড়ে (Pooja Hegre)-কে।
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
আরও পড়ুন: Personality Facts: মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন