Salman Khan: ৯টা কেমোর পরে ক্যানসার জয়, ৯ বছরের খুদে অনুরাগীর সঙ্গে দেখা করলেন সলমন
Salman Khan Fan: মুম্বইতে নিজের বান্দ্রার বাড়িতে ক্যান্সার জয়ী খুদে অনুরাগী জগনবীরের সঙ্গে দেখা করেন সলমন খান। আগে দেওয়া কথা রাখেন অভিনেতা।
নয়াদিল্লি: শুধুই চলচ্চিত্রের দুনিয়া নয়, বরং মানবিকতার ক্ষেত্রেও বেশ কিছু সময় প্রশংসনীয় কাজ করেছেন সলমন খান। বলিউডের 'ভাইজান' এবার কথা রাখলেন তাঁর খুদে অনুরাগীর। সম্প্রতি ৯ বছর বয়সী জগনবীরের সঙ্গে দেখা করলেন তিনি। ক্যানসারে আক্রান্ত জগনবীর সলমনের (Salman Khan) বড় ভক্ত। ৪ বছর বয়সে প্রথম সলমনের সঙ্গে দেখা করেছিলেন জগনবীর, ৯টা কেমোর পর ক্যানসার থেকে সেরে উঠে সলমনের দেখা পেলেন খুদে অনুরাগী।
মারকাটারি অ্যাকশনের দৃশ্যে দর্শকদের মন জয় করলেও তাঁর হৃদয়েও যে সোনার খনি আছে, আরও একবার প্রমাণ করলেন সলমন (Salman Khan)। প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে মুম্বইতে টাটা মেমোরিয়াল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন খুদে জগনবীর। ২০১৮ সালে তাঁর সঙ্গে প্রথম দেখা করেছিলেন সলমন খান। তখন তাঁর বয়স মাত্র চার বছর। কথা দিয়েছিলেন সুস্থ হয়ে ফের একবার দেখা করবেন। জগনবীরকে মনোবল জুগিয়েছিলেন অভিনেতা, ধৈর্য রাখতে বলেছিলেন, আশা দিয়েছিলেন যে জগনবীর ঠিক সুস্থ হয়ে উঠবেন। সলমনের কথা ফলে গিয়েছে, ৯টা কেমোর পরে সুস্থ হয়ে উঠেছেন জগনবীর। মারণরোগের সঙ্গে লড়াইয়ে জিতে গিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে জগনবীরের মা জানিয়েছিলেন যে মাত্র তিন বছর বয়সেই জগনবীরের মাথায় একটা টিউমারের কারণে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আর সেই থেকেই শুরু হয় ক্যানসারের চিকিৎসা। মুম্বইতে শুরু হয় চিকিৎসা। আর এদিকে জগনবীরের মনে হয়েছিল, তিনি মুম্বই যাচ্ছেন সলমন খানের (Salman Khan) সঙ্গে দেখা করতে। আর মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটি ভিডিয়োতে জগনবীর সলমন খানের সঙ্গে দেখা করার কথা জানান। সেই ভিডিয়ো গিয়ে পৌঁছায় খোদ অভিনেতার কাছেই। দেখা করেন সলমন খান।
জগনবীরের মা জানিয়েছেন ৫ বছর ধরে চিকিৎসার পরে ৯৯ শতাংশ দৃষ্টিই ফিরে পেয়েছেন জগনবীর। এখন নিয়মিত স্কুলেও যাচ্ছেন তিনি। গত ডিসেম্বর মাসেই নিজের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা করেন সলমন খান।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি 'টাইগার থ্রি'। ৭ জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবি। এই প্রসঙ্গে কিছুদিন আগেই সলমন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে চিরকালই টাইগার ফ্রাঞ্চাইজি মানুষের কাছে ভালবাসা পেয়ে এসেছে। সলমন জানান যে, সোশ্যাল মিডিয়ায় মানুষ ছবিটা নিয়ে ভাল কথা বলছেন, প্রশংসা করছেন। সলমন বিশ্বাস করেন একজন অভিনেতা হিসেবে সবচেয়ে বড় কাজ হল মানুষকে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া। এরই পাশাপাশি রিয়েলিটি শো হিসেবে সঞ্চালনা করলেন 'বিগ বস ১৭'। আর কিছুদিনের মধ্যেই কর্ণ জোহরের 'দ্য বুল' ছবিতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: Triptii Dimri: বিতর্কিত তাঁর চরিত্র, তবু 'অ্যানিম্যাল' প্রসঙ্গে তৃপ্তি বলছেন, 'আমার গর্ব হয়...'