Bollywood News: একাধিক নায়িকার সঙ্গে প্রেম, ব্যক্তিগত জীবন শিরোনামে! কিন্তু পর্দায় চুম্বন করতে রাজি নন এই নায়ক!
Bollywood Hero: গোটা কেরিয়ার এই নিয়ম মেনে গিয়েছেন তিনি। কিন্তু একবার, এক অভিনেত্রীর জন্য এই অভিনেতা নিজের 'নো কিসিং পলিসি' ভেঙেছিলেন

কলকাতা: দীর্ঘদিন থেকেই বলিউডে কাজ করছেন সলমন খান (Salman Khan)। কয়েকটি যুগ বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। কর্মক্ষেত্রের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কারণে চর্চায় থেকেছে। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani), ক্যাটরিনা কইফ (Katrina Kaif).. একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। শোনা গিয়েছে, একটা সময়ে এই অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই পরিণতি পায়নি। কিন্ত সলমনের নিয়ম ছিল, তিনি ক্যামেরার সামনে কাউকে চুম্বন করবেন না। গোটা কেরিয়ার এই নিয়ম মেনে গিয়েছেন তিনি। কিন্তু একবার, এক অভিনেত্রীর জন্য সলমন নিজের 'নো কিসিং পলিসি' ভেঙেছিলেন। ক্যাটরিনা বা ঐশ্বর্য্য নন, সেই নায়িকা ছিলেন অন্য কেউ! কে তিনি?
কাকে পর্দায় চুম্বন করেছিলেন সলমন?
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিত’-এ (Jeet) সলমন খান এবং করিশ্মা কপূরকে একসঙ্গে দেখা গিয়েছিল। একটি ভাইরাল ছবি অনুযায়ী, এই সিনেমায় পর্দায় চুম্বন করেছিলেন করিশ্মা কপূর ও সলমন খান। সেই সময়ে দাঁড়িয়ে এই সিনেমা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। পর্দায় সেই সময়ে চুম্বন দেখতে খুব একটা সাবলীল ছিল না সমাজ। সেই কারণেই এই চুম্বন দৃশ্য নিয়ে জোর আলোচনা হয়েছিল। তবে অনেক অনুরাগীদের মতে, পর্দায় চুম্বন করেননি করিশ্মা ও সলমন। নায়িকার মুখ ছিল অন্যদিকে। সলমন তাঁর থুতনির পাশে চুমু খেয়েছিলেন। সেই কারণে সলমন এই ছবিটিতেও নিজের নিয়ম ভাঙেননি বলেই মনে করেছেন অনেকে।
চুম্বন দৃশ্যে রাজি হননি ক্যাটরিনার সঙ্গেও!
২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির একটি দৃশ্যে পরিচালক আলি আব্বাস জাফর সলমন ও ক্যাটরিনা কইফকে চুম্বন করার কথা বলেছিলেন। সেই সময়ে মনে করা হয়েছিল যে সলমন এবার বোধহয় পর্দায় চুম্বনে রাজি হবেন কারণ চুম্বন দৃশ্য করার কথা ছিল তাঁর বিশেষ বন্ধু ক্যাটরিনার সঙ্গে। সেই সময়ে সলমন আর ক্যাটরিনা প্রেম করছেন চুটিয়ে। কিন্তু সলমন পর্দায় ক্যাটরিনাকে চুম্বনে রাজি ছিলেন না। অনেক চেষ্টা করেও পরিচালক রাজি করাতে পারেননি সলমনকে ক্যাটরিনাকে চুম্বন করার জন্য। ফলে চিত্রনাট্য থেকে বাদ পড়ে সেই দৃশ্য। এর আগে, ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেও কখনও পর্দায় চুম্বন করেননি সলমন!






















