তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রণবীর কাপূর। ২০১৬-১৭ অর্থবর্ষে তিনি ১৬.৫ কোটি টাকা কর জমা দিয়েছেন।
2/5
পরিসংখ্যান অনুসারে কপিল শর্মা ২৩.৯ কোটি টাকা কর জমা দিয়েছেন। গত অর্থবর্ষে তাঁর জমা দেওয়া করের পরিমাণ ছিল সাত কোটি টাকা।
3/5
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন। ২০১৬-১৭ অর্থবর্ষে তিনি ২৫.৫ কোটি টাকা কর জমা দিয়েছেন। এ বছর মুক্তি পাওয়া হৃত্বিকের সিনেমা কাবিল বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে।
4/5
২০১৬-তে তিনটি হিট সিনেমার অভিনেতা অক্ষয় কুমার ২৯.৫ কোটি টাকা আগাম কর হিসেবে জমা দিয়েছেন। গত বছর অক্ষয়ের তিনটি ছবি ১০০ কোটি টাকার বেশি আয় করেছিল।
5/5
২০১৬-১৭ অর্থবর্ষে বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আগাম আয়কর জমা দিয়েছেন সলমন খান। অর্থমন্ত্রকের পক্ষ থেকে জারি করা পরিসংখ্যান অনুযায়ী, সলমন কর হিসেবে ৪৪.৫ কোটি টাকা জমা দিয়েছেন।সম্প্রতি বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে পড়া কপিল শর্মা সবচেয়ে বেশি কর প্রদানকারী হিসেবে বলিউড সেলিব্রিটিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।