Salman Khan: 'আমি নিয়মিত শরীরচর্চা করি, আর এবার...', নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সলমন
Salman Khan News: নিজের ট্যুইটার পোস্টে সলমন খান লিখেছেন, 'আমি বছরের ৩৬৫ দিন শরীরচর্চা করি, যাই হয়ে যাক না কেন। আর এবার, আমি চর্চা করব নিজের অধিকার'
কলকাতা: গোটা দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। লোকসভা নির্বাচন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সবাই নির্দিষ্ট দিনে ভোট দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিচ্ছেন সেই সমস্ত ছবি। শুধু তাই নয়, নির্বাচনের প্রচারও করছেন নিজের মতোই। আগামী ২০ মে, ভোট দেবেন সলমন খান। আর সেটা নিয়েই, সোশ্যাল মিডিয়ায় অভিনব বার্তা দিলেন সলমন খান (Salman Khan)।
কী সেই বার্তা? নিজের ট্যুইটার পোস্টে সলমন খান লিখেছেন, 'আমি বছরের ৩৬৫ দিন শরীরচর্চা করি, যাই হয়ে যাক না কেন। আর এবার, আমি চর্চা করব নিজের অধিকার। ভোটাধিকার। যাই হয়ে যাক না কেন। যা ইচ্ছা করুন, যে কোনও কাজেই ব্যস্ত থাকুন.. কিন্তু নিজের ভোটটা দিন। ভারতমাতাকে বিব্রত করবেন না। ভারতমাতা কি জয়..'। সোশ্যাল মিডিয়ায় অভিনব এই বার্তায় নেটিজেনরা প্রশংসা করেছেন সলমন খানকে।
বিভিন্ন সময়ে, নিজের ছবির মধ্যে দিয়ে হোক বা বক্তব্যের মধ্যে দিয়ে, সলমন খান বারে বারেই দেশকে ভালবাসার কথা বলেছেন। তাঁর ছবিতেও থাকে সেই বার্তা। তবে বর্তমানে, অন্য একটি কারণে শিরোনামে উঠে এসেছিল সলমনের নাম। তাঁর বাড়িতে হামলার কারণে। গত মাসেই, হঠাৎ সলমন খানের গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলে। গুলি লাগে সলমনের ব্যালকনির একটি দেওয়ালেও। একই বাড়িতে থাকেন সলমনের বাবা-মাও। হামলার ঘটনার পরে সমস্ত দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে।
কাজের ক্ষেত্রে, সদ্য নিজের নতুন ছবির কাস্টিং ঘোষণা করেছেন সলমন খান। এই প্রথম রশ্মিকা মন্দানার (Rashmika Mandana)-র সঙ্গে জুটি বাঁধছেন সলমন খান।
I exercise 365 days a year no matter what and now I’m going to exercise my right to vote on the 20th of May no matter what. So do whatever you want to do man, but go and vote and don’t trouble your Bharat Mata .. Bharat Mata ki Jai
— Salman Khan (@BeingSalmanKhan) May 17, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।