এক্সপ্লোর
Aishwarya Rai at Cannes: 'বিন ব্যাগের ওপর সোনালি রাংতার কাজ', কানের রেড কার্পেটের পোশাক নিয়ে কটাক্ষের মুখে ঐশ্বর্য্য
Aishwarya Rai Bacchan : ঐশ্বর্য্যের পোশাক ব্যবহারে মূলত ৩টি রঙের ব্যবহার করা হয়েছে। কালো, সোনালি ও সাদা। কালো করসেট গাউনে বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে মনোক্রোম ফ্যাশনের রমরমা
ঐশ্বর্য্যের পোশাক ব্যবহারে মূলত ৩টি রঙের ব্যবহার করা হয়েছে
1/10

প্রত্যেক বছরই রেড কার্পেটে নতুন নতুন লুকে অনুরাগীদের চমকে দিতেই অভ্যস্থ এই নায়িকা। তবে এবারে অভিনেত্রীর হাতে গুরুতর চোট রয়েছে। মুম্বই বিমানবন্দরে স্লিঙব্যাগে হাত ঢেকে তিনি যখন কানের রেড কার্পেটের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন, তখন অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন।
2/10

হাতে আঘাত নিয়ে কীভাবে কানের রেড কার্পেটে তিনি নজর কাড়বেন, সেই নিয়ে জল্পনা ছিলই। অবশেষে, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
3/10

৭৭তম কানের ফিল্ম ফেস্টিভ্যালে ফাল্গুনী পাঠক ও শেন পিককের (Falguni and Shane Peacock) তৈরি গাউন পরেছিলেন ঐশ্বর্য্য।
4/10

এই পোশাক ব্যবহারে মূলত ৩টি রঙের ব্যবহার করা হয়েছে। কালো, সোনালি ও সাদা। কালো করসেট গাউনে বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে মনোক্রোম ফ্যাশনের রমরমা। গাঢ় কালো পোশাকের সামনে সোনালি জ্যামিতিক কাজ। (ছবি সৌজন্য: গেটি ইমেজ)
5/10

কাঁধ থেকে শুরু করে মাটি ছুঁয়েছে গাউনের লম্বা ট্রেন। সেখানে সোনালি রঙের ছোট, বড় একাধিক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সাদার ওপর সোনালি প্রজাপতির কাজ মানিয়েছে দুর্দান্ত। (ছবি সৌজন্য: গেটি ইমেজ)
6/10

ঐশ্বর্য্যের কানে ছিল সোনালি রঙের হুপ দুল। মধ্যমায় মানানসই আংটি। খোলা চুলে মানানসই ছিমছাম মেকআপ ছিল ঐশ্বর্য্যর। তবে ঐশ্বর্য্যর এই থ্রিডি গোল্ড ফ্লোরাল গাউন চর্চার পাশাপাশি কটাক্ষও কুড়িয়েছে। (ছবি সৌজন্য: গেটি ইমেজ)
7/10

অনেকে ঐশ্বর্য্যের এই পোশাককে বলেছেন, 'এ যেন বিন ব্যাগের ওপর রাংতার জ্যামিতিক কাজ। চুল আর মেক আপ দুর্দান্ত হলেও, ঐশ্বর্য্যর পোশাক মোটেই মানানসই নয়'। (ছবি সৌজন্য: গেটি ইমেজ)
8/10

অনেকে আবার ঐশ্বর্য্যর পোশাক দেখে বলেছেন, 'পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর এ কেমন বেশ? এত সুন্দর মেকআপের পরেও কেন এমন পোশাকে সাজানো হয় রাইসুন্দরীকে'? তবে এই সমস্ত কটাক্ষের কোনও জবাব দেননি ঐশ্বর্য্য।
9/10

এবার কানের ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা করে নজর কেড়েছে আরাধ্যা। মায়ের যেহেতু হাতে চোট, তাই সবসময়েই মাকে সাহায্য করতে পাশাপাশি ছিলেন ছোট্ট আরাধ্যা।
10/10

পরিবার অশান্তি বা ব্যক্তিগত জীবনে অনেক ওঠাপড়া থাকলেও, কানের ফিল্ম ফেস্টিভ্যালে নজর প্রত্যেক বছরই নজর কাড়েন রাইসুন্দরী
Published at : 17 May 2024 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















