Salman Khan Birthday: প্রাক্তন সলমন খানকে জন্মদিনে কী উপহার দিলেন ক্যাটরিনা?
সলমন খানের জন্মদিনের মাত্র কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্য কারও ঘরণী হয়ে গেলেও একই ইন্ডাস্ট্রির মানুষ দুজনেই। তার উপর বন্ধুত্বের সম্পর্ক যে তাঁদের মধ্যে এখনও অটুট।
মুম্বই: সদ্যই গিয়েছে বলিউড সুপারস্টার সলমন খানের জন্মদিন (Salman Khan Birthday)। চলতি বছর ৫৬ বছরে পা দিলেন ভাইজান। জন্মদিনের আগেই বিভ্রাট। বড়দিন উদযাপন করতে গিয়েছিলেন পানভেলের খামার বাড়িতে। সেখানেই সাপে কামড়ায় অভিনেতাকে। হাসপাতালে ঘণ্টা ছয়েক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। তারপর ফার্ম হাউজে ফিরে গিয়ে জন্মদিন উদযাপন করেন। সলমন খানের জন্মদিনের মাত্র কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। অন্য কারও ঘরণী হয়ে গেলেও একই ইন্ডাস্ট্রির মানুষ। তার উপর বন্ধুত্বের সম্পর্ক যে তাঁদের মধ্যে এখনও অটুট। তাছাড়া একসঙ্গে তাঁদের ফের দেখা যেতে চলেছে 'টাইগার থ্রি' ছবিতে। এসব মিলিয়ে সলমন খানের জন্মদিনে বিশেষ উপহার দিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
ক্যাটরিনা কাইফের বিয়েতে বহু মূল্যের উপহার দিয়েছিলেন ভাইজান। পাল্টা ভাইজানকেও জন্মদিনে বহু মূল্যের উপহার দিলেন ক্যাটরিনা। জানা গিয়েছে, প্রাক্তন প্রেমিকের জন্মদিনে সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন 'সূর্যবংশী' অভিনেত্রী। যার দাম ২ থেকে ৩ লক্ষ টাকা। ৫৬ তম জন্মদিন বেশ ঘটনাবহুলই কাটালেন সলমন খান। অভিনেতাকে সাপে কামড়ানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
আরও পড়ুন - Love Marriage: শ্যুটিং শেষ 'লভ ম্যারেজ' ছবির, কেক কাটার বিশেষ ভিডিও দিলেন অঙ্কুশ
সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব একই রয়েছে দুই তারকার। শুধু সলমন খানের সঙ্গেই নয়, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও একইরকম ভালো সম্পর্ক ক্যাটরিনার। প্রায়শই তাঁকে অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
প্রসঙ্গত, সলমন খান এখন ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি ছবির কাজে। জানা গিয়েছে, আগামীতে তাঁকে দেখা যেতে চলেছে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও তাঁকে দেখা যাবে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে।