Salman Khan BIGG BOSS: বিগ বসের প্রতি সিজনে সলমন কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানেন?
এইবার অবশ্য বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনতা করবেন কর্ণ কোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড ওনলি সলমন খানই।

মুম্বই : বিগ বস। এদেশের টেলিভিশনে জনপ্রিয়তম রিয়েলিটি শো। তাই না এবার দেখতে দেখতে বিগ বস সিজন ১৫ হয়ে গেল। এই তো সেদিন বিগ বস সিজন ওয়ানে চ্যাম্পিয়ন হলেন রাহুল রয়। কিন্তু, কত তাড়তাড়ি যেন ১৪টা সিজন চলে গেল। বিগ বস মানেই সলমন খান। তিনি হয়তো বিগ বসের শুরুর দিকের সিজনগুলোতে হোস্ট বা অ্যাংকর ছিলেন না। কিন্তু, যবে থেকে তিনি এই শোয়ের সঞ্চালনা করা শুরু করেন, তবে থেকে বিগ বসের জনপ্রিয়তা যেন আরও বেড়ে গিয়েছে। যে কায়দায় তিনি সঞ্চালনা করেন, তা মানুষের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। এইবার অবশ্য বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনতা করবেন কর্ণ কোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সলমন খানই।
প্রশ্ন হল, বিগ বসে সঞ্চালনা করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন সলমন খান? জানা যাচ্ছে, এই সিজনে ২০ টা এপিসোডের জন্য সলমন খান নিচ্ছেন ৭৮ কোটি টাকা। যদিও এটা তাঁর মতে কম পারিশ্রমিক !! কেন? সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, বিগ বস থেকে কোন কোন সিজনে কেমন পারিশ্রমিক নিয়েছেন বলিউডের ভাইজান। শোনা যায়, বিগ বসের চতুর্থ থেকে ষষ্ঠ এপিসোড পর্যন্ত সলমন খান পারিশ্রমিক বাবদ নিতেন এপিসোড পিছু আড়াই কোটি টাকা করে। বিগ বস সিজন সাতে অবশ্য নিজের পারিশ্রমিক দ্বিগুন করে দেন সলমন খান। ওই সিজনে তিনি এপিসোড পিছু পারিশ্রমিক নিতেন ৫ কোটি টাকা। অন্যথা হয়নি পরের সিজনেও। অর্থাত, বিগ বস সিজন আটে সলমন খানের পারিশ্রমিক ছিল এপিসোড পিছু সাড়ে পাঁচ কোটি টাকা। বিগ বস সিজন ১০-এ এসে সলমন খান প্রতি এপিসোড পিছু ৮ কোটি টাকা করে নেওয়া শুরু করেন।
বিগ বস সিজন ১১-তে নাকি সলমন খান সিজনের সংখ্যার মতোই প্রতি এপিসোড ১১ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। শোনা যায় বিগ বস সিজন ১৩-তে প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সলমন খান। খেয়াল করে দেখবেন, সেই সিজনে এপিসোড বেড়ে যায় বেশ কয়েকটা। তাই নির্মাতারাও সলমনকে প্রতি এপিসোড পিছু ২ কোটি টাকা অতিরিক্ত পারিশ্রমিকও দিয়েছিলেন। আর গতবার অর্থাত, বিগ বস সিজন ১৪-তে নাকি সলমন খান প্রতি এপিসোড ২০ কোটি টাকা করে ধরে মটো ৪৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তাহলেই বুঝুন, সলমন খানকে হোস্ট করার জন্য বিগ বস নির্মাতাদের ঠিক কত টাকা খরচ করতে হয়।






















