এক্সপ্লোর
নর্মদার তীরে চুলবুল পাণ্ডে, 'দাবাং থ্রি’র সেট থেকে ছবি শেয়ার করলেন সলমন

মুম্বই: পর্দায় ফিরতে চলেছেন চুলবুল পাণ্ডে। ‘দাবাং থ্রি’ নিয়ে সলমন ভক্তদের আগ্রহ ক্রমেই চড়ছে। সল্লুমিঞা তাঁর অনুরাগীদের কথা ভেবে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘দাবাং থ্রি’-র সেটের ছবি। ছবিটি তোলা হয়েছে নর্মদা নদীর ঘাটে। সূর্যাস্তের সময় নর্মদা নদীর ধারের অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে এই ছবিতে।
Shooting for #dabangg3 on the beautiful ghats of Narmada pic.twitter.com/iuolrQhXpt
— Salman Khan (@BeingSalmanKhan) April 2, 2019
‘দাবাং থ্রি’-র পরিচালনার দায়িত্বে আছেন প্রভু দেবা। সলমন-প্রভু দেবা জুটির এটি দ্বিতীয় ছবি। এর আগে যুগলে কাজ করেছেন ‘ওয়ান্টেড’ ছবিতে। দাবাং সিরিজের তৃতীয় ছবিটি ‘সলমন খান ফিল্মস’ ও ‘আরবাজ খান প্রোডাকশন’-এর ব্যানারে আসতে চলেছে। সূত্রের খবর, এই ছবিতে চুলবুলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সোনাক্ষী। আছেন আরবাজ খানও। এই বছরের শেষাশেষি বড়দিনের সময় মুক্তি পেতে পারে ছবিটি। সেক্ষেত্রে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গে বক্সঅফিসে লড়াই হতে পারে ‘দাবাং থ্রি’-র। তার আগে এ-বছর ইদে মুক্তি পেতে চলেছে সলমন খানের ‘ভারত’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















