Arpita Khan-Ayush Sharma: সলমনের পরিবারে ভাঙন? বিচ্ছেদের মুখে অর্পিতা-আয়ুষের বিয়ে? মুখ খুললেন 'রুসলান' অভিনেতা
Salman Khan Sister: ক্রমাগত গুঞ্জন, সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে এবার বিয়ে ভাঙতে চলেছে নাকি 'রুসলান' (Ruslaan) অভিনেতার। এই বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আয়ুষ।
নয়াদিল্লি: সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) স্বামী তিনি। অভিনেতা আয়ুষ শর্মা (Ayush Sharma)। কিছুদিন ধরেই গুঞ্জন, আয়ুষের সঙ্গে নাকি বিচ্ছেদ হতে চলেছে অর্পিতার। বিয়ের ১০ বছরের মাথায় এসে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা। কী বললেন আয়ুষ?
বিয়ে ভাঙছে অর্পিতা-আয়ুষের? কী বললেন অভিনেতা?
ক্রমাগত গুঞ্জন, সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে এবার বিয়ে ভাঙতে চলেছে নাকি 'রুসলান' (Ruslaan) অভিনেতার। এই বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আয়ুষ। এক সাক্ষাৎকারে আয়ুষ শর্মা এক বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করেন যেখানে তাঁকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয়।
সংবাদ মাধ্যম নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে বলেন এক বিশেষ ঘটনার কথা যেখানে এক পাপারাৎজির কথায় তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁর এমন ঘটনার পর বাড়ি ফিরে নাকি 'অর্পিতাকে জিজ্ঞেস করি যে ও আমাকে ডিভোর্স দেবে কি না।' এরপর তাঁরা এই গুঞ্জন নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেন বলেও জানান।
আয়ুষ শর্মা জানান যে অর্পিতা তাঁর কাজের ক্ষেত্রে যেমন অত্যন্ত সহযোগিতা করে থাকেন, তেমনই সঠিক সমালোচনা করতেও ছাড়েন না। তিনি এও জানান যে অনেক সময়েই আয়ুষের একাধিক সিনেমা অর্পিতার পছন্দ হয় না, এবং অনেক সময়ে নির্দিষ্ট কিছু দৃশ্য বাদ দেওয়ার পরামর্শও দেন তিনি। আয়ুষ বলেন, 'যদি ওঁর কিছু পছন্দ না হয়, তাহলে আমাকে ওই অংশটুকু বাদ দিয়ে দিতে বলে।'
View this post on Instagram
আরও পড়ুন: 'Sanki' Update: বড়পর্দায় অহন শেট্টি ও পূজা হেগড়ে জুটি, শীঘ্রই শুরু হবে 'সনকি'র শ্যুটিং
গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'রুসলান'। যদিও প্রত্যাশা অনুযায়ী সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। ২০ কোটিরও বেশি বাজেটে তৈরি ছবি প্রথম সপ্তাহে খুব কষ্টে ৫ কোটি আয় করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।