Rashmika-Salman: শরীরচর্চা করতে গিয়ে গুরুতর চোট রশ্মিকার, শ্যুটিং থামিয়ে দিলেন সলমন
Salman Khan and Rashmika Mandhana: গত বছর জুন মাসে শুরু হয়েছিল সিকন্দর-এর শ্যুটিং। ইতিমধ্যেই হায়দরাবাদে শ্যুটিংয়ের বেশ কিছু অংশ সেরেছেন রশ্মিকা ও সলমন দুজনেই।
কলকাতা: ফের বাধা। ফের সমস্যায় পড়ে বন্ধ হল 'সিকন্দর' ছবির শ্যুটিং। আগামী বছর ইদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ‘সিকন্দর’। তার আগে, নতুন ছবির কাজে ফের বাধা। জিম করতে গিয়ে চোট পেয়েছেন ছবির নায়িকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) আর সেই কারণেই বন্ধ হয়ে গেল ছবির শ্যুটিং। তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার এই ছবির শ্যুটিং বন্ধ থেকেছে। এই ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে (Salman Khan)। তাঁর হুমকি পাওয়ার পরে কিছুদিনের জন্য বন্ধ ছিল এই ছবির শ্যুটিং। আর এবার রশ্মিকা পড়ে গিয়ে আহত হওয়ার পরে বন্ধ হয়ে গেল 'সিকন্দর'-এর শ্যুটিং।
গত বছর জুন মাসে শুরু হয়েছিল সিকন্দর-এর শ্যুটিং। ইতিমধ্যেই হায়দরাবাদে শ্যুটিংয়ের বেশ কিছু অংশ সেরেছেন রশ্মিকা ও সলমন দুজনেই। কিন্তু জানা যায়, শ্যুটিং শুরু করার প্রথম দিন থেকেই সুস্থ হয়ে পড়েন রশ্মিকা। জ্বরে কাবু হয়ে পড়েছিলেন তিনি। রশ্মিকা অবশ্য পরবর্তীতে জানিয়েছেন, সেই সময়ে সলমন খান তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ভীষণ যত্ন করেছেন তিনি রশ্মিকাকে। সবসময় খেয়াল রাখলেন নায়িকার কী কী দরকার সেই বিষয়ে। কিন্তু রশ্মিকা সেরে ওঠার পরে, নিজেই পাঁজরে চোট পান সলমন। সেই সময়ে কার্যত বাধ্য হয়েই চোট নিয়েই শ্যুটিং করে যান সলমন।
তবে সলমনের হুমকি পাওয়ার পর থেকেই ফের বন্ধ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। বেশ কিছুদিন বন্ধও ছিল। তবে এরপরে, কড়া নিরাপত্তা নিয়ে শ্যুটিং শুরু করেন সলমন। সেটে চারস্তরীয় নিরাপত্তা নিয়ে শ্যুটিং শুরু করেন সলমন। সেই সময়ে সলমনের সেটে পরিচয় পত্র দেখিয়ে তবে ঢুকতে হচ্ছিল। বাইরের কোনও লোককে সেটে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কড়া নিরাপত্তায় চলছিল শ্যুটিং। সলমন যেহেতু কাজ বন্ধ করতে চাইছিলেন না, সেই কারণেই বিশেষ নিরাপত্তা নিয়েই শুরু হয় শ্যুটিং। তবে ফের বাধার মুখে এই ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, জিম করতে গিয়ে চোট পেয়ছে রশ্মিকা। জিম করার সময়ে পড়ে গিয়েছিলেন তিনি। আর সেই কারণেই এই চোট।
জানা যাচ্ছে, আপাতত বাড়িতেই কিছুদিন বিশ্রাম নিতে চান রশ্মিকা। তবে লম্বা বিশ্রাম নেবেন না তিনি। কয়েকটা দিন বিশ্রাম নিয়েই ফের যোগ দেবেন শ্যুটিংয়ে।
আরও পড়ুন: Web Series: 'বিবাহিত' সুহোত্রর প্রেমে হাবুডুবু সৃজলা, সংসার ভাঙছে মানালির?