Web Series: 'বিবাহিত' সুহোত্রর প্রেমে হাবুডুবু সৃজলা, সংসার ভাঙছে মানালির?
New Web Series in Hoichoi: সিরিজে সুহোত্র অভিনয় করছেন অরিন্দমের ভূমিকায়। মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী মিথিলার ভূমিকায়। অন্যদিকে সৃজলাকে দেখা যাবে পল্লবীর ভূমিকায়।
কলকাতা: ফের এক ত্রিকোণ প্রেমের গল্প। আর সেই ত্রিকোণ প্রেমের জটে জড়িয়ে সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay), মানালি মনীষা দে (Manali Manisha Dey) ও সৃজলা গুহ (Srijla Guha)। হলদিপুরের মাফিয়া এলাকায় বেড়ে ওঠা পল্লবীর জীবন একেবারেই প্রেমহীন। ছোটবেলা থেকেই সে বড় হয়ে উঠেছে খুব কঠিন পরিবেশে। আর চাকরিসূত্রে সেখানেই বদলি হয়ে আসে অরিন্দম। অরিন্দম একজন শিক্ষক। সে বিবাহিত ও তার স্ত্রীয়ের নাম মিথিলা। কিন্তু কলেজে পড়াতে আসা অরিন্দমের প্রেমে পড়ে পল্লবী। যে কোনও উপায়ে যে অরিন্দমকে পেতে চায়। অন্যদিকে মিথিলাও তার সংসার বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। আর এই ভালবাসার টানাপোড়েন নিয়েই এগিয়ে যাবে এই সিরিজের গল্প।
সিরিজে সুহোত্র অভিনয় করছেন অরিন্দমের ভূমিকায়। মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী মিথিলার ভূমিকায়। অন্যদিকে সৃজলাকে দেখা যাবে পল্লবীর ভূমিকায়। আজ প্রকাশ্যে এসেছে চরিত্রের প্রথম লুক। তবে এখনও পর্যন্ত এই সিরিজের নাম ঠিক হয়নি। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চরিত্রদের লুক। সৃজলার চরিত্র এমন একজন মেয়ের, যে অরিন্দম বা তাঁর কলেজের প্রফেসরের প্রেমে পাগল। সে চায় না তার আর তার প্রেমের মানুষের মধ্যে আর কোনও রকমের বাধা আসুক। ভালবাসার মানুষকে সে পাবেই, এই তার জেদ। গল্পের বিভিন্ন মোড়ে তাঁর চরিত্রের এক একটা দিক উন্মোচিত হতে থাকে। গল্পের মোড়ে তাঁর চরিত্র কোন দিকে বাঁক নেয়, সেটাই দেখার।
অন্যদিকে মানালির চরিত্র একজন সাধারণ গৃহবধূর। সে তার সংসারকে বাঁচাতে মরিয়া। স্বামীর বদলে যাওয়া ব্যবহার ভাবায় তাকে। শঙ্কিত হয়ে পড়ে সে। মানালি খুব ঘরোয়া একজন গৃহবধূ। স্বামী আর শাশুড়ির সঙ্গেই তার সংসার। ছোট ছোট খুশিই খুঁজে নিতে চায় সে। কিন্তু অরিন্দমের হলদিপুরে বদলি হয়ে যাওয়ার পরেই বদলে যায় মিথিলার সাধারণ, সহজ জীবনযাত্রা। পল্লবীর সঙ্গে অরিন্দমের যোগাযোগ, অরিন্দমের বদলে যাওয়া ব্যবহার সমস্ত কিছুই তার জীবনের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। স্বামীকে আর পল্লবীকে সন্দেহ করতে করতে মিথিলা এমন একজন মানুষ হয়ে ওঠে, যা সে আগে ছিল না। জীবন বদলে যায় তার।
এই সিরিজে অরিন্দমের চরিত্রে দেখা যাবে সুহোত্রকে। খুব ঘরোয়া পরিবার থেকেই বড় হয়ে ওঠা অরিন্দম বর্তমানে কলেজে ইতিহাস পড়ায়। কিন্তু হলদিপুরে এসে, পল্লবীর সঙ্গে দেখা করার পর থেকেই বদলে যায় অরিন্দমের জীবন। গল্পের পরতে পরতে এই বদলই দেখার।
আরও পড়ুন: Kohli And Anushka: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি