এক্সপ্লোর
Advertisement
এবার হনুমানের কণ্ঠে ‘বজরঙ্গী’ সলমনের গলা
মুম্বই: ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে তাঁকে হনুমান-ভক্ত হিসেবে দেখা গিয়েছে। এবার শ্রী হনুমানের কণ্ঠে শোনা যাবে বলিউড সুপারস্টার সলমন খানের গলা।
জানা গিয়েছে, অ্যানিমেটেড ছবি ‘হনুমান দা দমদার’ ছবিতে হনুমানের গলা করবেন সলমন। ছবি নির্মাণকারী সংস্থা পারসেপ্ট পিকচার্স-এর প্রধান (ফিচার ফিল্ম) ইয়ুসুফ শেখ জানান, হনুমানের গলা দেওয়ার জন্য কচিকাঁচাদের কাছে সলমনই হলেন প্রথম পছন্দ।
তাঁর দাবি, প্রথমে অন্য এক অভিনেতার কথা ভাবা হয়েছিল। সেই প্রস্তাব যখন একদল ছেলেমেয়েকে জানানো হয়, তখন তারা জানিয়ে দেয়, হনুমানের গলা দেওয়ার জন্য তাদের প্রথম পছন্দ ভাইজান-ই।
এরপরই প্রোডাকশন সংস্থা স্ক্রিপ্ট এমনভাবে তৈরি করে যাতে সলমনের কিছু বিখ্যাত ডায়লগ বসানো যায়। জানা গিয়েছে, পরবর্তীকালে সলমনকে যখন পুরো বিষয়টি জানানো হয়, তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন।
দ্বিমাত্রিক এই অ্যানিমেটেড ছবিতে সলমন ছাড়াও গলা দিয়েছেন জাভেদ আখতার, রবীনা টন্ডন এবং কুণাল খেমু। আগামী ৭ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement