Salman Khan: বুকে ব্যথা, চেয়ার ছেড়ে উঠতেই পারছেন না! কী হয়েছে সলমন খানের?
Salman Khan Viral Video: যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। তিনি সলমনকে ধন্যবাদ জানাচ্ছেন এই ইভেন্টটিতে আসার জন্য।
![Salman Khan: বুকে ব্যথা, চেয়ার ছেড়ে উঠতেই পারছেন না! কী হয়েছে সলমন খানের? Salman Khan Unwell video gone viral fan reacts Entertainment News Bollywood Salman Khan: বুকে ব্যথা, চেয়ার ছেড়ে উঠতেই পারছেন না! কী হয়েছে সলমন খানের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/341414284d58975c1c9e564b15cdbda9172495702549749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অসুস্থ সলমন খান (Salman Khan)? এতটাই যে তাঁর সোফা থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত কষ্ট হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে চিন্তায় 'ভাইজান'-এর ভক্তরা। সম্প্রতি ভাইরাল হয়েছে সলমন খানের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি ইভেন্টে উপস্থিত হয়েছে সলমন। সোফায় বসে রয়েছেন তিনি কিন্তু বারে বারে হাত দিচ্ছেন বুকে। যেন তাঁর বসতে কষ্ট হচ্ছে। এরপরে একবার উঠে দাঁড়াতে গিয়েও পারলেন না তিনি। বসে পড়লেন। উপস্থাপককে বলতে শোনা গেল, সলমন চোট পেয়েছেন। 'ভাইজান'-এর এই ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ঠিক কী হয়েছে তাঁর?
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। তিনি সলমনকে ধন্যবাদ জানাচ্ছেন এই ইভেন্টটিতে আসার জন্য। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী উল্লেখও করছেন, সলমনের শরীর ভাল না থাকা সত্ত্বেও তিনি এই অনুষ্ঠানে এসেছেন। সলমনের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি। সলমনের যেন কথা বলতেও কষ্ট হচ্ছে। সূত্রের খবর, সলমনের পাঁজরে আঘাত লেগেছে। সেই কারণে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। চলছে চিকিৎসাও। তবে তার মধ্যেই এই ইভেন্টটিতে তিনি আসবেন বলে কথা দিয়েছিলেন। সেই কথা রাখতেই অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন এই ইভেন্টে। তবে একবার কাউচ থেকে উঠলেও, খুব বেশি হাঁটাচলা করতে দেখা গেল না সলমনকে। সম্ভবত চিকিৎসকের কথা মতোই সাবধানতা অবলম্বন করছেন তিনি।
প্রসঙ্গত, এর আগেও ভাইরাল হয়েছিল সলমন খানের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, একটি অনুষ্ঠানে নাচ করছেন তিনি। কিন্তু তাঁর নাচের মধ্যে জড়তা ছিল। যেন তাঁর নাচ করতে কষ্ট হচ্ছে। বারে বারে হাঁফিয়ে যাচ্ছেন তিনি। সেই ভিডিও দেখেও উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা। অনেকেই ভেবেছিলেন যে তিনি অসুস্থ। তবে তারপরে আবার স্বাভাবিক ভাবেই পাবলিক অ্যাপিয়ারেন্স করেছিলেন সলমন খান।
#SalmanKhan Bhai is suffering from serious Rib Injury, get well soon Bhai, your health and happiness matters the Most 🙏❣️
— MASS (@Freak4Salman) August 28, 2024
pic.twitter.com/CQomVLEKZd
আরও পড়ুন: Jagaddhatri: পায়ে পায়ে ২ বছর পার করল 'জগদ্ধাত্রী', কেক কেটে উদযাপন করলেন অঙ্কিতা-সৌম্যদীপ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)