Jagaddhatri: পায়ে পায়ে ২ বছর পার করল 'জগদ্ধাত্রী', কেক কেটে উদযাপন করলেন অঙ্কিতা-সৌম্যদীপ
Bengali Serial Jagaddhatri: আজ পায়ে পায়ে ২ বছরে পা দিল 'জগদ্ধাত্রী'। টিআরপি তালিকার বেশ ওপরের দিকেই থাকে এই ধারাবাহিক
কলকাতা: পায়ে পায়ে ২ বছর পার করে ফেলল এই ধারাবাহিক। আর তাই, কেক কেটে উদযাপনে মাতল টিম 'জগদ্ধাত্রী' (Jagaddhatri)। একসঙ্গে কেক কাটলেন জগদ্ধাত্রী আর সয়ম্ভু। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই মজার মুহূর্ত।
আজ পায়ে পায়ে ২ বছরে পা দিল 'জগদ্ধাত্রী'। টিআরপি তালিকার বেশ ওপরের দিকেই থাকে এই ধারাবাহিক। একদিকে যেমন প্রেমের সম্পর্ক, প্রেমের গল্প রয়েছে, অন্যদিকে রয়েছে সামাজিক গল্প আর ভরপুর অ্যাকশন। জগদ্ধাত্রী বা 'জ্যাজ' মানেই তো অ্যাকশনে ভরপুর গল্প। একের পর এক রহস্য সমাধান করে জগদ্ধাত্রী। সামাজিক গল্প আর অ্যাকশন, এই দুয়ের মিশেলই এই গল্পের এউএসপি।
সোশ্যাল মিডিয়ায় আজ কেক কাটার ভিডিও শেয়ার করে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা লিখেছেন, 'শুধুমাত্র ধন্যবাদ ছাড়া আর কিছুই দেওয়ার নেই। এই পর্যন্ত সফরটা ভীষণ সুন্দর ছিল। আমরা একসঙ্গে হাতে হাত রেখে ২ বছর কাটিয়ে ফেললাম। ৭৩০ দিন ধরে জগদ্ধাত্রী চলছে। কী দুর্দান্ত একটা অনুভূতি। আপনারা এভাবেই ভালবাসতে থাকুন।
দীর্ঘদিন থেকেই ছোটপর্দায় হিট তাঁদের জুটি। তাঁরা হলে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। আসল নাম অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) আর সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। জ্যাজ সান্যাল আর স্বয়ম্ভূর প্রেম পর্দায় জমজমাট। তবে বাস্তব জীবনে তাঁদের মধ্যে কেমন সম্পর্ক তা জানতে চান সবাই। এবিপি লাইভ এই প্রশ্ন নিয়ে পৌঁছে গিয়েছিল খোদ অঙ্কিতার কাছেই। অভিনেত্রী অবশ্য এই সমস্তকে 'জল্পনা' বলেই উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, 'জল্পনা যেমন কখনও সত্যি হয় না.. এটাও সত্যি নয়।'। তবে তাঁদের মধ্যে যে সুন্দর বন্ধুত্ব রয়েছে তা বোঝাই যায়। হামেশাই একসঙ্গে রিল বানাতে দেখা যায় অঙ্কিতা আর সৌম্যদীপকে। দুজনেই জমিয়ে নাচও করেন তাঁরা। তাঁদের এই সম্পর্ক দর্শকেরাও বেশ উপভোগ করেন। পর্দায় জগদ্ধাত্রী-র গল্পে কী হচ্ছে, তা দেখতে গেলে নজর রাখতে হবে ছোটপর্দায়।
View this post on Instagram
আরও পড়ুন: Priyanka Chopra: 'বাড়তি চাপ তৈরি হয়'.. তবু এই অভ্যাসটি ছাড়তে পারেন না প্রিয়ঙ্কা!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।