এক্সপ্লোর
Advertisement
মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত ‘রেডি’ সিনেমায় সলমন খানের সহ-অভিনেতা মোহিত বাঘেল
টেলিভিশন শো ‘ছোটে মিঁয়া’-তে শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা মোহিত বাঘেল। কিন্তু মাত্র ২৭ বছর বয়সেই শুক্রবার প্রয়াত হলেন রেডি সিনেমার অভিনেতা। ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডালিয়া সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবর জানিয়েছেন।
মুম্বই: টেলিভিশন শো ‘ছোটে মিয়া’-তে শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা মোহিত বাঘেল। কিন্তু মাত্র ২৭ বছর বয়সেই শুক্রবার প্রয়াত হলেন রেডি সিনেমার অভিনেতা। ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডালিয়া সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবর জানিয়েছেন।
রাজ মোহিতের সঙ্গে ‘কমেডি সার্কাস’ সিনেমায় কাজ করেছেন। অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে আবেগবিহ্বল পোস্টে তিনি বলেছেন, ‘মোহিত, আমার ভাই, এত তাড়া ছিল চলে যাওয়ার? আমি তোমাকে বলেছিলাম, তোমার জন্য পুরো ইন্ডাস্ট্রি কাজ বন্ধ করে দিয়েছে। তুমি ভালো হলে, আমরা আবার আমাদের শ্যুটিংয়ের কাজ শুরু করব। তুমি খুব ভালো অভিনয় কর এবং সেজন্য আমার পরবর্তী সিনেমার সেটে তোমার অপেক্ষা করব’।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ শান্ডিলিয়া বলেছেন, এইমস হাসপাতালে মোহিতের ক্যানসারের চিকিত্সা চলছিল। তিনি বলেছেন, ও খুব তাড়াতাড়ি চলে গেল। গত ছয় মাস ধরে দিল্লির এইমস হাসপাতালে ওর ক্যানসারের চিকিত্সা চলছে। ওর সঙ্গে গত ১৫ মে আমার শেষবার কথা হয়েছে। ও ভালই ছিল, সেরেও উঠতে শুরু করেছিল। মথুরাতে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ও থাকত।
‘জাবারিয়া জোড়ি’-তে মোহিত বাঘেলের সঙ্গে কাজ করেছিলেন পরিণীতি চোপড়া। তিনি সহ অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। পরিণীতি বলেছেন, যেসব ভালো মানুষের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম মোহিত। সবসময়ই হাসিখুশি, ইতিবাচক ও উদ্দীপনায় ভরপুর ছিল ও। প্রচুর ভালোবাসা জানাই।
‘ছোটে মিঁয়া’-তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন মোহিত। সলমন খানের নজরে পড়ে তাঁর প্রতিভা এবং ‘রেডি’ সিনেমায় কাজের প্রস্তাব দেন মোহিতকে। ২০১১-তে এই সিনেমা মুক্তি পায়। আসিন ও পরেশ রাওয়ালও ওই সিনেমায় অভিনয় করেছিলেন। এই কমেডি ড্রামা অমর চৌধুরির ভূমিকায় অভিনয় করেছিলেন মোহিত।
‘জাবারিয়া জোড়ি’ ও ‘মিলন টকি’-র মতো সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমাতেও তাঁর অভিনয়ের কথা ছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement