Salman Khan: নজর এড়িয়ে সলমনের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা, দু'দিনে দু'জন গ্রেফতার, অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়ল উদ্বেগ
Bollywood News: মুম্বইয়ের বান্দ্রায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন সলমন।

মুম্বই: অভিনেতা সলমন খানের বাড়িতে অনধিকার প্রবেশ। পর পর দু'দিনে দু'টি ঘটনা ঘটল। ২৩ বছর বয়সি এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার কার হয়েছে। এমনিতেই বার বার খুনের হুমকি পেয়েছেন সলমন। এলোপাথাড়ি গুলিও চলেছে তাঁর বাড়ি লক্ষ্য করে। সেই আবহেই বেআইনি ভাবে সলমনের বাড়িতে ওই যুবকের প্রবেশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Salman Khan)
মুম্বইয়ের বান্দ্রায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন সলমন। উপরে থাকেন বাবা সেলিম খান ও মা সালমা খান। নীচের তলায় একরুমের ফ্ল্যাটে সলমন থাকেন। গত সোম ও মঙ্গলবার সেখানে বেআইনি ভাবে প্রবেশের চেষ্টা হয়। Times Now জানিয়েছে, সোমবার বেআইনি ভাবে সলমনের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেফতার হন এক মহিলা। তাঁর নাম ইশা ছাবরা বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Bollywood News)
এর পর মঙ্গলবারও এক যুবক বেআইনি ভাবে ঢুকে সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন বলে খোলসা করল মুম্বই পুলিশ। ওই দিন সন্ধে সওয়া ৭টা নাগাদ সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন ওই যুবক। বৃহস্পতিবার বিষয়টি সামনে এসেছে। ওই যুবককে জিতেন্দ্র কুমার সিংহ নামে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেই প্রথম বার সলমনের অ্যাপার্টমেন্টে দেখা যায় ওই যুবককে। সকাল সওয়া ১০টা নাগাদ ওই যুবকের উপর নজর যায় সকলের। সলমনের নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা ওই যুবককে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তাতে রেগে যান জিতেন্দ্র। নিজের মোবাইল ফোন পর্যন্ত আছড়ে ভেঙে ফেলেন।
কিন্তু সন্ধেয় ফের গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অ্যাপার্টমেন্টের অন্য এক বাসিন্দার গাড়িতে চেপে ভিতরে ঢোকেন ওই যুবক। কিন্তু পুলিশি তল্লাশিতে ধরা পড়ে যান তিনি। এর পর তাঁকে বান্দ্রা থানার হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, সলমনের সঙ্গে দেখা করতে চাইছিলেন তিনি। পুলিশ যেতে দিচ্ছিল না বলে অন্য়ের গাড়িতে লুকিয়ে ঢোকার চেষ্টা করেন।জিতেন্দ্র নামের ওই যুবক ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঠিক কী অভিসন্ধি ছিল তাঁর, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই গোটা ঘটনায় ফের সলমনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বার বার সলমনকে খুনের হুমকি দিয়েছে। তাঁর বাড়িতে গুলিও চালানো হয়েছে এর আগে। এমনকি সলমনের ঘনিষ্ঠ বলে পরিচিত, মহারাষ্ট্রের প্রাক্তনমন্ত্রী বাবা সিদ্দিকিকেও গুলি করে খুন করা হয়েছে। সেই খুনের দায়ও নেয় লরেন্সের বিষ্ণোই গ্যাং।
সলমনের প্রাণের ঝুঁকির কথা মাথায় রেখে, তাঁর জন্য Y+ ক্যাটেগরির নিরাপত্তা বরাদ্দ করেছে সরকার। তবে শুধু সলমনই নয়, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পেয়েছেন। সম্প্রতি নিজের বাড়িতে আক্রান্ত পর্যন্ত হতে হয় অভিনেতা সেফ আলি খানকে। বাড়িতে ঢুকে সেফকে কোপায় এক দুষ্কৃতী, এক কোটি টাকা দাবি করে। একের পর এক ঘটনায় মায়ানগরীতে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।






















