Salman Shah Rukh: সলমন-শাহরুখের অ্যাকশনে মুগ্ধ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর
Pathaan News: ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ জানিয়েছেন, ইতিমধ্যেই বাড়ানো হয়েছে 'পাঠান'-এর শো সংখ্যা। প্রথমার্ধ থেকেই দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
![Salman Shah Rukh: সলমন-শাহরুখের অ্যাকশনে মুগ্ধ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর Salman Shah Rukh: Pathaan Show increased, Viewers Praised the Action Sequences of Shah Rukh Khan and Salman Khan Salman Shah Rukh: সলমন-শাহরুখের অ্যাকশনে মুগ্ধ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/7bdfef24a9be2d9d8f14a67698c35fad167463577421249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলা থেকে শুরু করে গোটা দেশে আজ দিনটা কিং খান (King Khan)-এর ই। আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' (Pathaan)। প্রেক্ষাগৃহে ভিড়, ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে শো-এর সংখ্যাও। আর দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে ছবিতে সলমন খান (Salman Khan)-এর আগমন।
ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ জানিয়েছেন, ইতিমধ্যেই বাড়ানো হয়েছে 'পাঠান'-এর শো সংখ্যা। প্রথমার্ধ থেকেই দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই প্রথমার্ধ দেখে জানিয়েছিলেন, টান টান থ্রিলার আর অ্যাকশনে নজর কাড়ছে 'পাঠান', সেইসঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছেন সলমন খান। শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছেন তিনিও।
আরও পড়ুন: Protest Against Pathaan: কর্ণাটকে 'পাঠান' বয়কটের দাবিতে পোস্টার হাতে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি। ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলেছে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)