Samantha Ruth Prabhu: 'অশিক্ষিত! ওঁর কারাদণ্ড হওয়া উচিত', সামান্থা রুথ প্রভুর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ চিকিৎসকের
Samantha Post Controversy: নায়িকা যে পোস্ট করেন সেখানে তিনি একটি ছবি শেয়ার করেন নিজের। সেখানে দেখা যাচ্ছিল তাঁর নাক ও মুখ ঢাকা নেবুলাইজারে যাতে হাইড্রোজেন পারক্সাইড ও পরিশ্রুত জলের মিশ্রণ রয়েছে।
নয়াদিল্লি: ফের বিতর্ক সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu) ঘিরে। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন যেখানে তিনি সাধারণ ভাইরাল জ্বরের (Viral Fever) মোকাবিলা করার একটি বিকল্প উপায় বলছেন। সেই পোস্ট এখন আর না থাকলেও, তাঁর বাতলে দেওয়া 'উপায়' দেখে ক্ষোভ উগরে দিয়েছেন এক চিকিৎসক। ঠিক কী ঘটেছে?
সামান্থার 'চিকিৎসা পদ্ধতি'তে আপত্তি, বিস্ফোরক অভিযোগ ডাক্তারের
অভিনেত্রী যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি একটি ছবি শেয়ার করেন নিজের। সেখানে দেখা যাচ্ছিল তাঁর নাক ও মুখ ঢাকা নেবুলাইজারে যাতে হাইড্রোজেন পারক্সাইড ও পরিশ্রুত জলের মিশ্রণ রয়েছে। সাধারণত ভাইরাল ফিভারের ক্ষেত্রে যে ওষুধ দেন চিকিৎসকেরা, তার বদলে এই পদ্ধতি অবলম্বনের কথা বলেন তিনি।
এই বিকল্প পদ্ধতি নজর কাড়ে ডাক্তার সাইরিয়াক অ্যাবি ফিলিপস (Dr Cyriac Abby Philips) ওরফে 'দ্য লিভার ডক'-এর। তিনি অভিনেত্রীর এই পোস্টের সমালোচনা করেছেন প্রকাশ্যেই। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, 'স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কে অশিক্ষিত'। ডাক্তারের দাবি, হাইড্রোজেন পারক্সাইড সমেত নেবুলাইজার উপকারের বদলে ক্ষতি করতে পারে বেশি। তিনি এও বলেন যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি প্রকাশ্যে বলার জন্য তাঁর জরিমানা ও কারাদণ্ড হওয়া উচিত।
অভিনেত্ররী পদ্ধতির উত্তরে তিনি একটি দীর্ঘ পোস্টে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। চিকিৎসক লেখেন, 'প্রভাবশালী ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ, যিনি দুর্ভাগ্যবশত একজন স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ে অশিক্ষিত মানুষ, তাঁর কোটি কোটি অনুরাগীকে হাইড্রোজেন পারক্সাইড প্রশ্বাসের সঙ্গে নেওয়ার পরামর্শ দিচ্ছেন শ্বাসজনিত ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা পেতে। The Asthma and Allergy Foundation of America নামক বৈজ্ঞানিক সংস্থা, সাধারণ মানুষকে হাইড্রোজেন পারক্সাইড নেবুলাইজ ও শ্বাসের সঙ্গে গ্রহণ করার বিরুদ্ধে সতর্ক করেছিল কারণ তা স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর। একটি যুক্তিবাদী এবং বৈজ্ঞানিকভাবে প্রগতিশীল সমাজে, এই মহিলাকে জনস্বাস্থ্য বিপন্ন করার অভিযোগে অভিযুক্ত করা হবে এবং জরিমানা করা হবে বা কারাগারে রাখা হবে। ওঁর সাহায্য প্রয়োজন বা টিমে আরও ভাল উপদেষ্টার প্রয়োজন। ভারতের স্বাস্থ্য মন্ত্রক বা কোনও স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কি এই সোশ্যাল মিডিয়া স্বাস্থ্য 'ইনফ্লুয়েঞ্জা'দের জনস্বাস্থ্যের ক্ষতি করার বিষয়ে কিছু ব্যবস্থা নেবেন নাকি তাঁরা মেরুদণ্ডহীন থাকবেন এবং মানুষকে মরতে দেবেন?'
Left: Influential Indian actress Ms. Samantha Ruth who is unfortunately a health and science illiterate advising millions of her followers to inhale hydrogen-peroxide to prevent and treat respiratory viral infections.
— TheLiverDoc (@theliverdr) July 4, 2024
Right: Scientific society, The Asthma and Allergy Foundation… pic.twitter.com/Ihn2xocKUt
স্বাভাবিকভাবেই চিকিৎসকের এই পোস্ট ভাইরাল হয়েছে হুড়মুড়িয়ে। এক নেটিজেন লেখেন, 'এটা দুঃখজনক ও ভয়ঙ্কর'। অপর একজন লেখেন, 'সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব। এটা একেবারে ভুল।' অপর একজন লেখেন, 'আমি বুঝি না কেন ওঁরা স্বাস্থ্যের আঙিনায় প্রবেশ করতে চান।'
তবে চিকিৎসকের প্রতিক্রিয়ার পাল্টা উত্তরও দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ফের তাঁকে লম্বা পোস্ট করতে দেখা যায়। সেখানে 'খুশি' অভিনেত্রী উল্লেখ করেন যে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভাল উদ্দেশ্য নিয়েই এই টোটকা বলেছিলেন। তিনি এও জানান যে এই পদ্ধতির সুপারিশ তাঁকে দিয়েছিলেন উচ্চশিক্ষিত এমডি চিকিৎসক যাঁর ডিআরডিও-তে কাজের অভিজ্ঞতা রয়েছে ২৫ বছরের।
View this post on Instagram
ফিলিপসের নাম উল্লেখ না করে, নায়িকা চিকিৎসকের প্রতিক্রিয়াকে খুব আক্রমণাত্মক বলে উল্লেখ করেছে, বিশেষ করে যখন তিনি সামান্থাকে জেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন। হতাশা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, উপকারী পরামর্শ শেয়ার করার চেষ্টা সত্ত্বেও এই ধরনের কঠোর শব্দ ব্যবহার করে তার সমালোচনা করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।