এক্সপ্লোর
ক্যান্সারের মতোই প্রাণঘাতী হতে পারে মানসিক রোগ, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন 'আত্মঘাতী' অভিনেতা সমীর শর্মা
২৭ জুলাই একটি পোস্টে নিজের মৃত্যু নিয়ে ভাবনার কথা লেখেন সমীর।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল বলিউডের আরও এক অভিনেতার। এক্ষেত্রেও মুম্বই পুলিশের বক্তব্য, এটি আত্মহত্যার ঘটনা। মৃত্যুর দু’সপ্তাহ আগে সমীর শর্মা নামে এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় অবসাদ সংক্রান্ত পোস্ট করেছিলেন। ফলে আত্মহত্যার তত্ত্ব জোরাল হচ্ছে। মাত্র ৪৪ বছর বয়েই মৃত্যু হল এই অভিনেতার। তিনি ‘হসি তো ফঁসি’, ‘তামাশা’-র মতো ছবিতে অভিনয় করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র।
গত ২২ জুলাই ইনস্টাগ্রামে মানসিক স্বাস্থ্য, সমস্যা, অবসাদ নিয়ে দীর্ঘ পোস্ট করেন প্রয়াত অভিনেতা। তিনি লেখেন, ক্যান্সারের মতোই প্রাণঘাতী হতে পারে মানসিক রোগ। তাই চিকিৎসা এবং অন্যদের সাহায্য অবশ্যই দরকার।
এরপর ২৭ জুলাই একটি পোস্টে নিজের মৃত্যু নিয়ে ভাবনার কথা লেখেন সমীর। এর কয়েকদিন পরেই তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল। এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















