'Bagha Jatin': ক্ষুদিরাম বসুর ভূমিকায় সমিউল আলম, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন লুক টিজার
Dev New Movie: দেশজুড়ে পুজোর আবহে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত 'বাঘা যতীন'। ইতিমধ্যেই 'প্রি-টিজার' নজর কেড়েছে দর্শকের।
!['Bagha Jatin': ক্ষুদিরাম বসুর ভূমিকায় সমিউল আলম, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন লুক টিজার Samiul Alam to play the role of Khudiram Basu in Bagha Jatin look teaser out 'Bagha Jatin': ক্ষুদিরাম বসুর ভূমিকায় সমিউল আলম, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন লুক টিজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/28aa8ebfbc1dbddff226206d2310e7861693554460517229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সকলেই তাঁকে এখন চেনে 'টলিউডের সুপারস্টার' নামেই। তিনি মানেই নতুন কিছু। বারবার নিজেকে ভেঙে, নিজেকে নতুন রূপে, নতুন ধরনের গল্প বলে মানুষের মন জয়ের চেষ্টা করছেন। তিনি দেব (Dev)। সম্প্রতি মুক্তি পেয়েছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahoshyo)। এবার বাংলা ছবির দর্শক অপেক্ষায় তাঁর আগামী ছবি 'বাঘা যতীন'-এর (Bagha Jatin)। প্রকাশ্যে এল আরও এক টিজার। ঘোষণা করা হল ক্ষুদিরাম বসুর (Khudiram Basu) চরিত্রাভিনেতার নাম।
পুজোয় মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন'
দেশজুড়ে পুজোর আবহে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত 'বাঘা যতীন'। ইতিমধ্যেই 'প্রি-টিজার' নজর কেড়েছে দর্শকের। ভূয়সী প্রশংসা পেয়েছেন বাঘা যতীনের বেশে দেব। এবার প্রকাশ্যে এল নতুন টিজার। তাতে অবশ্য নেই দেবের 'হিরো সুলভ ঝাঁঝ'। কিন্তু রয়েছে নেপথ্য কণ্ঠে ক্ষুদিরাম বসুর কথা। যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ঘোষণা করা হল সেই চরিত্রের অভিনেতার নাম। সমিউল আলমকে দেখা যাবে 'বাঘা যতীন' ছবিতে ক্ষুদিরাম বসুর ভূমিকায়।
এদিন নতুন এই টিজার শেয়ার করে প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর তরফে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তী - ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে একজন ছিলেন। বাঘা যতীনের সঙ্গে তাঁর সংযোগ ও আন্দোলনে তাঁর অবদান সম্পর্কে জানতে এই পুজোয় নিজের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখুন 'বাঘা যতীন'। ১৯ অক্টোবর আসছে সকল সিনেমা হলে।'
View this post on Instagram
টিজারে সেই চেনা কণ্ঠ। মীর আফসার আলির অনবদ্য গলায় শোনা যাচ্ছে, 'ক্ষুদিরাম বসু। জন্মেছিলেন ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুরের হবিবপুর গ্রামে। ছোটবেলাতেই তিনি হারিয়েছিলেন নিজের মা বাবাকে। কীভাবেই বা তিনি সাংঘাতিক অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফর্ডকে হত্যা করার সংকল্প নিয়ে আরেক তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকীর সঙ্গে উপস্থিত হলেন মুজফ্ফরপুরে? ঠিক কী হয়েছিল সেখানে ১৯০৮-এর ৩০ এপ্রিল, রাত ৮টায়? আসছে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে 'বাঘা যতীন' এবার পুজোয়।'
আরও পড়ুন: Shah Rukh Khan: 'এই প্রথম, এই শেষ', দুবাইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কী নিয়ে এমন বললেন শাহরুখ খান?
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তির প্রাক্কাল্যে প্রকাশ্যে আসে দেব বহু প্রতীক্ষিত 'বাঘা যতীন' ছবির প্রি-টিজার ('Bagha Jatin' Pre Teaser Out Now)। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন বাংলায় মুক্তি পাবে এই ছবি। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)