Sandipta Sen: নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার?
Sandipta Sen on Social Media: সদ্য নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে নিজের জীবন-যাপনের টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর সেখানে দেখা যাচ্ছে.. পেডিকিয়োর করাচ্ছেন অভিনেত্রী
![Sandipta Sen: নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার? Sandipta Sen: Actress Sandipta Sen shares a sneak peek of her married life in social media know in details Sandipta Sen: নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/9adab2357b227185e7dfc951a3f216df170261238683049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্য বিয়ে হয়েছে তাঁর.. শুরু করেছেন নতুন জীবন। বিয়ের পরে কীভাবে সময় কাটাচ্ছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)? সোশ্যাল মিডিয়ায় সেই ঝলকই শেয়ার করে নিলেন অভিনেত্রী।
সদ্য নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে নিজের জীবন-যাপনের টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর সেখানে দেখা যাচ্ছে.. পেডিকিয়োর করাচ্ছেন অভিনেত্রী। কেবল পায়ের যত্ন বা রূপচর্চা নয়.. ক্লান্তি দূর করার জন্য এই পদ্ধতির জুড়ি মেলা ভার। বিয়ের ব্যস্ততা শেষে, নিজের প্রতি যত্ন নিচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের আগের ও পরের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সৌম্য ও তাঁর পছন্দের অনেক মিল রয়েছে। এতদিন মা-বাবার সঙ্গে দায়িত্ব নিয়ে সংসার করে এসেছেন সন্দীপ্তা.. বিয়ের পরে তাই অনেকটা ব্যাচেলরের মতোই জীবন কাটবে তাঁদের। সেই ঝলকই যেন দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ক্লান্তি দূর করতে ও নিজের যত্ন নিতেই ব্যস্ত তিনি।
বিয়ের দিন একটি গোলাপি রঙের ওপর হালকা কাজের বেনারসি পরেছিলেন সন্দীপ্তা। আগেই তিনি জানিয়েছিলেন, হালকা অথচ অন্যধরণের সাজ সাজতে চান তিনি। আর তাই, চিরাচরিত লাল না বেছে সন্দীপ্তা বেছে নিয়েছিলেন গোলাপি বেনারসি। এখন বিয়েতে প্যাস্টেল শেড পরার চল হয়েছে। মূলত এই প্রচলন বলিউড থেকে এসেছে। নিজের বাগদানেও প্যাস্টেল শেডের লেহঙ্গায় সেজেছিলেন সন্দীপ্তা। আর তাই অনেকে মনে করেছিলেন বিয়ের বেনারসিতেও থাকবে সেই প্যাস্টেল শেডই। তবে সন্দীপ্তার এদিনের গোলাপি বেনারসি ছিল নজরকাড়া। তাঁর মাথায় রয়েছে শোলার মুকুট, সেই সঙ্গে সাবেকি টায়রা বেশ আভিজাত্য এনেছে তাঁর লুকে। গায়ে হালকা সোনার গয়না আর মুখে সেই মিষ্টি হাসি।
সৌম্য মুখোপাধ্যায় বিয়ের জন্য কনের বেনারসির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের ভারি কাজের শেরওয়ানি। থিমের সঙ্গে মিলিয়েই বর-কনে পছন্দ করেছিলেন মুক্তো গাঁথা হালকা গোলাপি গোলাপের মালা। সব মিলিয়ে সন্দীপ্তা-সৌম্যর বিয়ের সাজ যেন মন জুড়িয়ে দিল। সৌম্য ও সন্দীপ্তার বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক। বৈদিক মতে বিয়ে তাই হয়নি কোনও কন্যাদান। বিয়ের আসরে এদিন নজর কেড়েছিল সন্দীপ্তার হেডসেট বা মাথাপট্টি। হৃদয়ের আকারের এই গয়না ছিল বেশ অন্যরকম।
বিয়ের আগে, প্যাস্টেল শেডের পোশাকে বাগদান সেরেছিলেন সন্দীপ্তা ও সৌম্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও।
আরও পড়ুন: Janhvi Kapoor: 'আমার জেদের জন্যই মায়ের...', কিসের আফশোস এখনও বয়ে বেড়ান জাহ্নবী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)