Sandipta Sen: কলকাতা ছেড়ে চণ্ডীগড়ে থাকছেন সন্দীপ্তা! হিন্দি ধারাবাহিক কী কী চ্যালেঞ্জ নিয়ে এল অভিনেত্রীর জীবনে?
Sandipta Sen at Hindi Serial: সন্দীপ্তা ইতিমধ্যেই সিনেমা ও ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছেন, প্রশংসাও পেয়েছেন বিস্তর

কলকাতা: কলকাতা ছেড়েছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। বাবা, মা, স্বামীর থেকে অনেক দূর, চণ্ডীগড়েই আপাতত তাঁর কয়েক মাসের সংসার। সেখানে গিয়ে অবশ্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। খাওয়া থেকে শুরু করে আবহাওয়া.. সমস্যা অনেক কিছুই। তা হোক.. নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জের আকর্ষণ তার থেকে অনেক অমোঘ। তাই, আপাতত চণ্ডীগড়ের বাসিন্দা অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। বাংলা ছেড়ে, তাঁর এবার হিন্দি সফর। ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী, তবে বাংলায় নয়, হিন্দিতে। স্টার প্লাসের নতুন ধারাবাহিক 'সম্পূর্ণা'-র মুখ্যভূমিকায় দেখে যেতে চলেছে সন্দীপ্তাকে।
সন্দীপ্তা ইতিমধ্যেই সিনেমা ও ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছেন, প্রশংসাও পেয়েছেন বিস্তর। তবে তাঁর জনপ্রিয়তার সফর শুরু হয়েছিল ছোটপর্দা থেকেই। তবে বড়পর্দা ও ওয়েব সিরিজে কাজ করার পরে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার, হিন্দি ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন তিনি। ছোটপর্দা, তার ওপর অন্য ভাষা.. কতদিনের পরিকল্পনায় দর্শকদের এই চমক দিলেন সন্দীপ্তা? প্রশ্ন শুনে হেসে সন্দীপ্তা বললেন, 'আমি নিজেই জানতে পেরেছি খুব কমদিনের মধ্যে। আসলে এটা 'হইচই'-এর ওয়ের সিরিজ 'নষ্টনীড়'-এর অ্যাডাপটেশন। অদিতিদি এই শো-টার শো রানার। উনি এবং চ্যানেল ও চেয়েছিল এই চরিত্রটায় আমি অভিনয় করি। তবে সবার মনে একটা প্রশ্ন ছিল যে আমায় পাঞ্জাবি মেয়ের চরিত্রে কেমন লাগবে। তবে লুক সেট হওয়ার পরে সেই দ্বিধাও দূর হয়ে যায়। তারপরে খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে যায়।'
ধারাবাহিকের কাজ মানেই তো দীর্ঘমেয়াদি। তাহলে কি এবার বাংলা কাজে কম দেখা যাবে সন্দীপ্তাকে? অভিনেত্রী বলছেন, 'একেবারেই না। বাংলায় আমার অনেক কমিটমেন্ট রয়েছে। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গেও কাজ করি আমি। সেগুলো করার জন্য আমায় বাংলায় আসতেই হবে। এই ধারাবাহিকের সময়কাল বেশি নয়, ১২০-১৩০টা এপিসোড হয়তো। ফলে ৩ থেকে ৪ মাসের কাজ সব মিলিয়ে। আমি যেন এইরকম একটা কাজের জন্যই অপেক্ষা করছিলাম। যেটা আমার সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে, পাশাপাশি ধারাবাহিকের মতো কাজের দীর্ঘসূত্রীতা থাকবে না।'
চণ্ডীগড় গিয়ে শ্যুটিং, তার ওপর হিন্দি ধারাবাহিক, কী কী চ্যালেঞ্জ সন্দীপ্তার সামনে? অভিনেত্রী বলছেন, 'আমি সবসময়েই বলে এসেছি, আমার এমন চরিত্র ভাল লাগে, যেটা আমায় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে। ছোট থেকেই আমার অনেক অবাঙালি বন্ধু, তাই হিন্দিতে অভ্যস্থই ছিলাম। ধারাবাহিকের নির্মাতাদেরও মনে হয়েছে, আমার হিন্দিটা মোটেই অত খারাপ নয়। তবে হ্যাঁ, হিন্দিতে প্রত্যেকটা জিনিসেরই একটা লিঙ্গ রয়েছে। সেগুলো মাথায় রেখে কথা বলা অভ্যাস করতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চণ্ডীগড়ের গরম আর খাওয়া দাওয়া নিয়ে। ওখানে ভীষণ গরম.. তার মধ্যেই শ্যুটিং চলছে। শ্যুটিংয়ের সময় এখানকার মতো হলেও, গরমে টানা শ্যুটিং করা বেশ কষ্টকর। আমি কিছুদিন শ্যুটিং করে কলকাতায় ফেরার পরে, বাবা, মা, সৌম্য বলল, 'চোখমুখের কী অবস্থা করেছিস'! তার ওপর, ওখানকার খাওয়া দাওয়া ভীষণ মশলাদার। আমার কুক-কে আলাদা করে বলতে হচ্ছে হালকা করে রান্না করার জন্য'
আগামীদিনে কি সন্দীপ্তাকে হিন্দি কাজেই বেশি দেখা যাবে? অভিনেত্রীর উত্তর, 'হিন্দি বা বাংলা যাই হোক, চরিত্রটা আকর্ষণীয় হওয়া চাই। আমায় যেন চ্যালেঞ্জ করে।'






















