Sandipta-Soumya Marriage: বৃষ্টিদিনে ঝলমলে সন্দীপ্তার 'হলুদ-সাজ', আজই সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা
Sandipta-Soumya Marriage Update: সোশ্যাল মিডিয়ায় বর-বধূর তরফে কোনও ছবি শেয়ার না করা হলেও, প্রকাশ্যে এসে গিয়েছে সন্দীপ্তা ও সৌম্যর গায়ে হলুদের ছবি। বর্তমান প্রথা মেনে, একই ব্যাঙ্কোয়েটে গায়ে হলুদ হয়েছে সন্দীপ্তা ও সৌম্যর
কলকাতা: নায়িকার বিয়ের দিন থেকে সকাল থেকে শহর জুড়ে বৃষ্টি। তাতে অবশ্য আনন্দের বিরাম নেই। আজই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen), পাত্র সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তাঁদের মধ্যে সেতুবন্ধন করেছিল এই বিনোদন দুনিয়াই। দুজনেই এই জগতের সঙ্গে যুক্ত হলেও, সৌম্য অভিনেতা নন। 'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মের সিইও তিনি। আজ সকালে দুই বাড়িতেই রীতি মেনে পালন করা হল গায়ে হলুদ।
সোশ্যাল মিডিয়ায় বর-বধূর তরফে কোনও ছবি শেয়ার না করা হলেও, প্রকাশ্যে এসে গিয়েছে সন্দীপ্তা ও সৌম্যর গায়ে হলুদের ছবি। বর্তমান প্রথা মেনে, একই ব্যাঙ্কোয়েটে গায়ে হলুদ হয়েছে সন্দীপ্তা ও সৌম্যর। তবে আলাদা আলাদা জায়গায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন নায়িকার বন্ধু অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। সৌম্য এদিন পরেছিলেন হলুদ পাঞ্জাবি ও সাদা চুড়িপা। অন্যদিকে, সন্দীপ্তা সদ্য নাকি প্রেমে পড়েছেন একরঙা শাড়ির। গায়ে হলুদের সকালে তাঁর পরণে দেখা গেল ঢালা হলুদ রঙের শাড়ি। খোলা চুল আর হালকা মেকআপে ঝলমল করছিলেন নায়িকা। সেই ঝলমলানি কেবল সৌন্দ্যর্য্য়ের নয়, খুশিরও। সন্দীপ্তাকে দেখা গেল বড় চশমা থেকে শুরু করে বিভিন্ন স্টাইল করে ছবি তুলতে।
এর আগে, সন্দীপ্তার আইবুড়োভাতের আয়োজন হয়েছিল বাড়িতেই। সাবেকি ধাঁচের মাটির থালায় খাবার আয়োজন করা হয়েছিল তাঁর। বাবা-মা আশীর্বাদ করে তাঁকে খাইয়ে দেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। সন্দীপ্তা চিরকালই তাঁর পরিবারের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। গায়েহলুদ থেকে শুরু করে আইবুড়োভাত.. সব জায়গাতেই বন্ধুদের সঙ্গে সঙ্গে হাজির ছিলেন সন্দীপ্তার মা-বাবা। এমনকি বাগদানের দিনও মায়ের সঙ্গে একটি বিশেষ ডান্স পারফরম্যান্স রেখেছিলেন সন্দীপ্তা।
বৃষ্টিকে সঙ্গে নিয়েই সন্ধে গড়িয়ে আসছে। সন্দীপ্তা আগেই জানিয়েছিলেন বিয়েতে তিনি সাবেকি ও সাদামাটা সাজে সাজবেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে নায়িকাকে বধূবেশে কেমন দেখায় তার জন্য।
View this post on Instagram
আরও পড়ুন: KIFF: 'বাংলা দুর্নীতিতে আক্রান্ত, সলমনের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।