(Source: ECI/ABP News/ABP Majha)
Sandipta Sen: সৌম্যর সঙ্গে বিয়ের পর ছবি পোস্ট, সোশ্যালে কী বার্তা সন্দীপ্তার ?
Sandipta Soumya Wedding: সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী সন্দীপ্তা।
কলকাতা: সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ৭ ডিসেম্বর সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী। ইতিমধ্যেই ফেসবুক সেই ছবি শেয়ার করেছেন সন্দীপ্তা। লিখেছেন, 'জাস্ট ম্যারেড।'
বরমালাও ছিলে দুধে আলতা রঙের গোলাপে সাজানো
বিয়েতে যে লাল বেনারসি পড়ছেন না, তা আগেই জানা গিয়েছিল। গোলাপি ওড়না, পাড়ে কলকি, মাথায় টিকলি, কানে কানবালা, গলায় সাবেকি সোনার হার, হাতে চুড়ি, শাখা পলা, কপালে চন্দনের ফোটা নিয়েই সৌম্যর জীবনে প্রবেশ করলেন সন্দীপ্তা। সঙ্গে সৌম্যও পরেছিলেন মানানসই দুধে আলতা রঙের শেরওয়ানি। রঙের কথা মাথায় রেখেই বরমালাও ছিলে দুধে আলতা রঙের গোলাপে সাজানো।
প্রকাশ্যে এসে গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্যর গায়ে হলুদের ছবি
সোশ্যাল মিডিয়ায় বর-বধূর তরফে কোনও ছবি শেয়ার না করা হলেও, প্রকাশ্যে এসে গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্যর গায়ে হলুদের ছবি। বর্তমান প্রথা মেনে, একই ব্যাঙ্কোয়েটে গায়ে হলুদ হয়েছিল সন্দীপ্তা ও সৌম্যর। তবে আলাদা আলাদা জায়গায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন নায়িকার বন্ধু অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। সৌম্য পরেছিলেন হলুদ পাঞ্জাবি ও সাদা চুড়িপা। অন্যদিকে, সন্দীপ্তা সদ্য নাকি প্রেমে পড়েছেন একরঙা শাড়ির। গায়ে হলুদের সকালে তাঁর পরণে দেখা গিয়েছিল ঢালা হলুদ রঙের শাড়ি। খোলা চুল আর হালকা মেকআপে ঝলমল করেছিলেন নায়িকা। সেই ঝলমলানি কেবল সৌন্দ্যর্য্য়ের নয়, খুশিরও। সন্দীপ্তাকে বড় চশমা থেকে শুরু করে বিভিন্ন স্টাইল করে ছবি তুলতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন, রাস্তায় ১০০০ দিন! মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ SLST মহিলা চাকরিপ্রার্থীর
সন্দীপ্তার আইবুড়োভাতের আয়োজন হয়েছিল বাড়িতেই
এর আগে, সন্দীপ্তার আইবুড়োভাতের আয়োজন হয়েছিল বাড়িতেই। সাবেকি ধাঁচের মাটির থালায় খাবার আয়োজন করা হয়েছিল তাঁর। বাবা-মা আশীর্বাদ করে তাঁকে খাইয়ে দেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। সন্দীপ্তা চিরকালই তাঁর পরিবারের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। গায়েহলুদ থেকে শুরু করেছিল আইবুড়োভাত। সব জায়গাতেই বন্ধুদের সঙ্গে সঙ্গে হাজির ছিলেন সন্দীপ্তার মা-বাবা। এমনকি বাগদানের দিনও মায়ের সঙ্গে একটি বিশেষ ডান্স পারফরম্যান্স রেখেছিলেন সন্দীপ্তা।