Toolsidas Junior Release Date: মুক্তির দিন ঘোষণা হল 'তুলসীদাস জুনিয়র' ছবির
তরণ আদর্শ 'তুলসীদাস জুনিয়র' ছবির পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'সঞ্জয় দত্ত, রাজীব কপূর, আশুতোষ গোয়াড়িকর, ভূষণ কুমার অবশেষে তাঁদের ছবির মুক্তির দিন নির্ধারিত করলেন।
মুম্বই: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে প্রয়াত অভিনেতা রাজীব কপূরের (Rajiv Kapoor) সঙ্গে। 'তুলসীদাস জুনিয়র' (Toolsidas Junior)। রুপোলি পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে এই ছবি। আজ এই ছবির মুক্তির দিন ঘোষণা হল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সঞ্জয় দত্ত, রাজীব কপূর অভিনীত এই ছবির মুক্তির দিন পোস্ট করেছেন।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'তুলসীদাস জুনিয়র' ছবির পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'সঞ্জয় দত্ত, রাজীব কপূর, আশুতোষ গোয়াড়িকর, ভূষণ কুমার অবশেষে তাঁদের ছবির মুক্তির দিন নির্ধারিত করলেন। 'তুলসীদাস জুনিয়র'। স্পোর্টস ড্রামা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, রাজীব কপূর এবং বরুণ বুদ্ধদেবকে। পরিচালক মৃদুলের এই ছবি মুক্তি পাবে আগামী ৪ মার্চ তারিখে। 'তুলসীদাস জুনিয়র' ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আশুতোষ গোয়াড়িকর এবং সুনীতা গোয়ারিকর।' প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী রাজ কপূরের ছোট ছেলে রাজীব কপূর প্রয়াত হন ২০২১ সালের ৯ জানুয়ারি। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।
আরও পড়ুন - Mimi Chakraborty: দুই সন্তানের সঙ্গে খেলায় মগ্ন মিমি চক্রবর্তী, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
চলতি বছর বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেখা যাবে একাধিক ছবিতে। বেশ কিছু ছবি মুক্তি পাবে এই বছরে তাঁর। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আসন্ন ছবির মুক্তি সম্পর্কে সঞ্জয় দত্ত বলেন, '২০২২-এ আপাতত তিনটি ছবি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আসন্ন প্রত্যেকটি প্রোজেক্ট নিয়ে আমি খুবই আশাবাদী। বর্তমান পরিস্থিতি কেমন থাকে, তার উপরই এখন সমস্ত কিছু নির্ভর করছে। ইতিমধ্যেই আমার 'শামশেরা', 'কেজিএফ টু' এবং 'পৃথ্বিরাজ' ছবি তিনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রতিটা ছবিই সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সঠিক হলে তবেই ছবিগুলি সিনেমাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অতিমারির ভয়বহতা এবং সংক্রমণ কমলে তবেই আমরা ছবিগুলি উপভোগ করতে পারব। আপাতত, আমরা শুধুমাত্রই পরিস্থিতি সঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। প্রত্যেককে মাস্ক পরতে হবে আর অবশ্যই সমস্ত কোভিডবিধি মেনে চলা দরকার।'