Trishala Dutt Wedding Plans: কেমন পুরুষকে বিয়ে করতে চান সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে চ্যাট সেশনে এসেছিলেন সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' নামে একটি অনুষ্ঠান তাঁকে বিয়ের কথা জিজ্ঞাসা করে বসেন এক অনুরাগী।
![Trishala Dutt Wedding Plans: কেমন পুরুষকে বিয়ে করতে চান সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা? Sanjay Dutt's daughter Trishala opens up on her wedding plans, know in details Trishala Dutt Wedding Plans: কেমন পুরুষকে বিয়ে করতে চান সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/15/174e3fef36f2fc8a2f8101fe578cc3f1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডে এখন চারিদিকে বিয়ের খবরে সরগরম। আজই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার সঙ্গে গত প্রায় এগারটা বছর ভালোবাসার সম্পর্কে থাকার পর বিয়ে করলেন তিনি। অন্যদিকে, আলিয়া ভট্ট এবং রণবীর কপূর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে। যদিও অভিনেতাদের কারও পক্ষ থেকেই বিয়ে সম্পর্কে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তারপরও তাঁরা যে গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে চ্যাট সেশনে এসেছিলেন সঞ্জয় দত্তের (Sanjay Dutt0 কন্যা ত্রিশলা (Trishala Dutt)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' নামে একটি অনুষ্ঠান করেছিলেন। সেখানেই তাঁকে বিয়ের কথা জিজ্ঞাসা করে বসেন এক অনুরাগী। আর তাঁকে স্পষ্ট জানিয়ে দেন বিয়ের ব্যাপারে কী ভাবনা চিন্তা করছেন সঞ্জয় দত্তের কন্যা। এছাড়া কী ধরনের পুরুষকে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সে সম্পর্কেও জানান।
সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা। অভিনেত্রী না হলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। প্রায়শই তাঁকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়। আর তাতে লাইক কমেন্টের সংখ্যাও চোখে পড়ার মতো। অনুরাগীদের সঙ্গে চ্যাট সেশনে নানান কথাবার্তার মাঝেই ওঠে তাঁর বিয়ের কথা। বিয়ের প্রসঙ্গ উঠতেই ত্রিশলা স্পষ্ট জানিয়ে দেন যে, এই বয়সে ডেটিং করার সিদ্ধান্ত মারাত্মক ভয়ঙ্কর। পাশাপাশি স্বপ্নের পুরুষের কথাও জানালেন তিনি। জানান, একজন সজ্জন ব্যক্তির সন্ধানে তিনি রয়েছেন। কোনও যথার্থ ভদ্রলোককে পেলে তবেই তিনি তাঁকে জীবনসঙ্গী নির্বাচিত করবেন। ত্রিশলা বলেন, 'যে সজ্জন ব্যক্তি আমাকে সম্মান করবে, ভালোবাসবে, যতটা পাওয়ার যোগ্য আমি। অবশ্যই আমিও তাঁকে সম্মান, শ্রদ্ধা করব এবং ভালোবাসব। তেমন কোনও মানুষকে পেলে তবেই বিয়ে করব। খুশি স্ত্রী। সুখী জীবন। '
প্রসঙ্গত, সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। ১৯৯৬ সালে রিচা শর্মা মস্তিষ্কে টিউমর হওয়ার কারণে প্রয়াত হন। ত্রিশলা তাঁর দাদু-দিদিমার সঙ্গে আমেরিকাতেই থাকেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)