Sarbojaya Update: বিপন্ন সঞ্জয়ের জীবন, সিঁথির সিঁদুর কি আদৌ রক্ষা করতে পারবে সর্বজয়া?
Sarbojaya Serial Update: জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'সর্বজয়া'-এর সেট মেতেছে রাস উৎসব পালনে। কিন্তু উৎসবের আনন্দের আড়ালেই তৈরি হচ্ছে বড়সড় ছক। পরিবারের উৎসব পালনের সুযোগে পরিবারেই খুনের ছক ফাঁদা হচ্ছে।
কলকাতা: সর্বজয়া আপাতত ব্যস্ত রাস উৎসব পালনে। গোটা পরিবার মেতেছে উৎসবে। কিন্তু সেই উৎসবের আলো যে এক নিমেষে নিভিয়ে দেওয়ার চক্রান্ত আঁটছে কেউ সেই টের কি পেয়েছে সর্বজয়া? কোন সর্বনাশ নেমে আসছে তাঁর জীবনে? ঘুরে দাঁড়াতে পারবে সে?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সর্বজয়া'-এর সেট মেতেছে রাস উৎসব পালনে। কিন্তু উৎসবের আনন্দের আড়ালেই তৈরি হচ্ছে বড়সড় ছক। পরিবারের উৎসব পালনের সুযোগে চিরকালের মতো নিজের রাস্তা পরিষ্কারের সিদ্ধান্ত নেয় মনোসিজ। আর সেটা কীভাবে করবে বলে ভাবে সে? সর্বজয়ার স্বামী সঞ্জয়কে মেরে ফেলার চেষ্টা করে সে? এমনিতেই এখন অক্ষম সঞ্জয়। হুইলচেয়ারেই তাঁর দিন কেটে যায়। তাঁকে সেই অবস্থায় সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মনোসিজ। সঠিক সময়ে সর্বজয়া কি এই দুর্ঘটনা আটকাতে পারবে?
ধারাবাহিকের প্রোমোতে সর্বজয়াকে বলতে শোনা যায় সে সঞ্জয়কে কথা দিচ্ছে, তাঁকে সুস্থ করে তুলবেই। সর্বজয়া জানায় যেভাবে এতদিন তাঁর স্বামীর কাঁধে ভর দিয়ে চলেছে সে, এরপর সঞ্জয় তাঁর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াবে। ফের সে কথা বলবে এবং সকল দোষীকে শাস্তি দেবে।
কিন্তু সর্বজয়া কি আদৌ জানে যে তাঁর স্বামীর জীবনই বিপন্ন? পথের কাঁটা উপড়ে ফেলতে প্রাণ কাড়তেও পিছপা হবে না শত্রুপক্ষ সেই বিষয়ে কি ধারণা আছে তাঁর? নিজের সিঁথির সিঁদুর কীভাবে রক্ষা করবে সর্বজয়া? এই সপ্তাহান্তেই দর্শকেরা পাবেন সেই উত্তর, কেবলমাত্র জি বাংলায় 'সর্বজয়া' ধারাবাহিকে।
আরও পড়ুন: 'মিলি' ছবির শ্যুটিং শেষ করেই বনি কপূরের উদ্দেশে বিশেষ বার্তা জাহ্নবীর
'সর্বজয়া' ধারাবাহিকের নাম চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর স্বামী অর্থাৎ সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেন কুশল চক্রবর্তী।