Sanya Malhotra New House: বিলাসবহুল বাড়ি কিনলেন সনয়া মলহোত্র, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের
শোনা যাচ্ছে সম্প্রতি একটি বিলাসবহু বাড়ি কিনে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। শুধু তাই নয়, নতুন বাড়ি কেনার ফলে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের প্রতিবেশীও হয়ে উঠেছেন বলে শোনা যাচ্ছে।
মুম্বই: 'দঙ্গল' ছবিতে ববিতা কুমারী ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন সনয়া মলহোত্র (Sanya Malhotra)। সেই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর 'শকুন্তলা দেবী', 'লুডো', 'বধাই হো' ছবির মতো একাধিক ছবিতে অভিনয় করে বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি ফের খবরের শিরোনামে সনয়া মলহোত্র। তবে কোনও ছবির জন্য নয়। এবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন তাঁর নতুন বাড়িকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে সম্প্রতি একটি বিলাসবহু বাড়ি কিনে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। শুধু তাই নয়, নতুন বাড়ি কেনার ফলে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের প্রতিবেশীও হয়ে উঠেছেন বলে শোনা যাচ্ছে। আর তাঁর নতুন বাড়ির দাম শুনে চোখ কপালে উঠেছে অনুরাগীদের।
শোনা যাচ্ছে, জুহুর উপকূলবর্তী একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলিউড অভিনেত্রী সনয়া মলহোত্র। যে বিল্ডিংয়ে নতুন বাড়ি কিনেছেন অভিনেত্রী, সেই বিল্ডিংয়েই নাকি দু'দুটো বাড়ি রয়েছে হৃত্বিক রোশনের। বাবা সুনীল কুমার মলহোত্রর সঙ্গে মিলে ১৪.৩ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাড়িটি কিনে ফেলেছেন সনয়া। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে তাঁর নতুন বাড়ি সম্পর্কে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানা যায়নি।
আরও পড়ুন - Alia-Ranbir Diwali Pic: দীপাবলিতে আরও রোম্যান্টিক রণবীর আলিয়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
২০১৮ সালে ম্যাক্সিমাম সিটিতে একটি ফ্ল্যাট কেনেন 'দঙ্গল' অভিনেত্রী। সেই ফ্ল্যাটটি কেনার পর একটি সাক্ষাত্কারে সনয়া মলহোত্র জানিয়েছিলেন যে, তিনি দীর্ঘদিন এক বেডরুমের ফ্ল্যাটে কাটিয়েছেন। তাঁর পুরো পরিবারই দিল্লিতে থাকে। যাতে পরিবারের সদস্যরা এসে তাঁর সঙ্গে ভালোভাবে থাকতে পারেন, তাই তিনি বড় ফ্ল্যাট কিনতে পছন্দ করেন। প্রথমে আমার আর্থিক পরিস্থিতি ততটাও ভালো ছিল না যে এত বড় ফ্ল্যাট কিনব। কিন্তু তাঁর বাবা তাঁকে রাজি করান যে, কোনও ভাড়াবাড়িতে থেকে জীবন কাটানোর থেকে নিজের বাড়ি থাকা অনেক স্বস্তিদায়ক।
প্রসঙ্গত, দীপাবলির দিনই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'মীনাক্ষী সুন্দরেশ্বর'। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ।