Prosenjit Rituparna: 'এই সিনেমা জীবন বদলে দিয়েছিল', ২৫ বছর পরে ফের বড়পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'! আবেগে ভাসলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
Sasurbari Zindabad: এই ছবি যেন প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিতে অমর করে দিয়ে গিয়েছে।

কলকাতা: এই ছবিকে বাংলা সিনেমার ইতিহাসের একটি মাইলফলক বললেও অত্যুক্তি করা হবে না। আজ থেকে ২৫ বছর আগে দাঁড়িয়ে বাংলা ছবিকে উল্লেখযোগ্য ব্যবসা দিয়েছিল এই ছবি। নায়ক নায়িকার রসায়ন থেকে শুরু করে ছবির গান, আজও ফেরে দর্শকদের মুখে মুখে। ২৫ বছর পরে, বড়পর্দায় সেই নস্ট্যালজিয়ার রেশ টেনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna
Sengupta) ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' (Sasurbari Zindabad)।
এই ছবির পরিচালক ছিলেন, হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমা সেই সময়ে দাঁড়িয়ে চূড়ান্ত হিট একটি ছবি ছিল। বাংলায় আর কমার্শিয়াল ছবির ধারা ফিরছে। মানুষ যে ফের কমার্শিয়াল ছবি ভালবাসছেন, সেই প্রমাণ দিয়েছে একাধিক ছবির ব্যবসা। আর এবার পুরনো এক জনপ্রিয়, আদ্যপান্ত কমার্শিয়াল ছবিকেই নতুনভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফ থেকে মুক্তি পাবে এই ছবি। মুক্তির দিন ধার্য করা হয়েছে, ৩০ মে। অর্থাৎ চলতি মাসেই দর্শক বড়পর্দায় দেখতে পাবেন এই ছবির নস্ট্যালজিয়া।
এই ছবি যেন প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিতে অমর করে দিয়ে গিয়েছে। এরপরে একাধিক হিট ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। তাঁদের বলা হত 'লক্ষীমন্ত পেয়ার', অর্থাৎ, এই জুটিকে কাস্ট করলে তা ব্যবসা দেবেই। নতুন প্রজন্ম ও যাতে এই জুটির ম্যাজিকের স্বাদ পায়, সেই উদ্দেশেই ফের এই ছবির বড়পর্দায় মুক্তির ভাবনা। এই ছবি নিয়ে, নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ শুধু একটা সিনেমা নয়, তার থেকে অনেক অনেক বেশি কিছু। বাংলা কমার্শিয়াল ছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল এই সিনেমা। ২৫ বছর পরে এই ছবিটা থিয়েটারে ফিরছে এটা ভেবেই যেমন রোমাঞ্চিত হচ্ছি, তেমন আবেগপ্রবণও হচ্ছি। আমার আর ঋতুপর্ণার বড়পর্দার জুটিকে সেরা করে তুলেছে এই ছবি। আশা করছি এই প্রজন্মের সবাই ও এই জুটির ম্যাজিকটা বড়পর্দায় উপলদ্ধি করতে পারবে।'
'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর ২৫ বছর পরে বড়পর্দায় মুক্তি নিয়ে ঋতুপর্ণা বলছেন, 'এই সিনেমাটা আমার জীবন বদলে দিয়েছিল। এই ছবিটার পরে যে ভালবাসা পেয়েছিলাম আর দর্শকদের সঙ্গে যে যোগসূত্র তৈরি হয়ে গিয়েছিল তা ভোলবার নয়। আবার বড়পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' দেখা মনে বাংলা সিনেমার একটা রঙিন অধ্য়ায়কে ফিরে দেখা।'






















