Satish Kaushik Demise: কঙ্গনার পরিচালনায় শেষ অভিনয়, ছবির মুক্তি আর দেখা হল না সতীশের
Kangana on Satish: তাঁর স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, 'কী ভীষণ একটা খারাপ খবর শুনে ঘুম থেকে উঠলাম। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন উনি।'

কলকাতা: শেষবার অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর পরিচালনায়। ছবির নাম ইমার্জেন্সি (Emergency)। সেই ছবির মুক্তি আর দেখা হল না অভিনেতা। তাঁর আগেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তবে শেষ ছবির ক্ষেত্রেও, নিতান্ত পেশাদার অভিনেতার মতোই শেষ করে গেলেন ছবির কাজ। শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল তাঁর।
৯ তারিখ সকাল হতেই মনখারাপ করা খবর ছড়িয়ে পড়ল বলিউডে। শুধু কী বলিউড? খবর আর মনখারাপ ছড়িয়ে পড়ল অনুরাগীদের মধ্যেও। যিনি অভিনয় দিয়ে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আবার পরিচালক হয়ে উপহার দিয়েছেন দারুন সব ছবি, সেই শিল্পীর হঠাৎ প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কেউই। মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)।
তাঁর স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, 'কী ভীষণ একটা খারাপ খবর শুনে ঘুম থেকে উঠলাম। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন উনি। একজন ভীষণ সফল পরিচালক আর অভিনেতা সতীশ কৌশিক। একজন সত্যিকরের ভাল মানুষ ছিলেন উনি। ইমার্জেন্সি ছবিতে ওঁকে পরিচালনা করার অভিজ্ঞতা অনবদ্য। ওঁকে চিরকাল মিস করব। ওম শান্তি।'
'ইমাজেন্সি' ছবিতে জগজীবন রাম (Jagjivan Ram) ওরফে বাবুজি এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন কঙ্গনা। অনেকেই অপেক্ষা করছিলেন এই ছবি মুক্তির। ইন্দিরা গাঁধীর প্রধানমন্ত্রী থাকাকালীন যে ইমাজেন্সি জারি করেছিলেন, সেটাই এই ছবির প্রেক্ষাপট। এই ঐতিহাসিক ছবিই যে সতীশ কৌশিকের জীবনের শেষ ছবি হয়ে যাবে তা কল্পনা করেননি কেউই।
নিজের লুক নিয়ে উচ্ছ্বসিতও ছিলেন সতীশ কৌশিক। কঙ্গনাও লিখেছেন, ইমাজেন্সিতে অভিনয় করে খুশি ছিলেন তিনি। এই ছবি নিয়ে সতীশ লিখেছিলেন, 'পর্দায় বাবুজির চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি ধন্য।' সখের সেই ছবি আর দেখা হল না সতীশের।
View this post on Instagram






















