Tunisha Sharma Death: তুনিশা শর্মার সঙ্গে শ্যুটিংয়ের স্মৃতিচারণা সায়ন্তনীর
Sayantani Ghosh: 'আলি বাবা- দস্তান এ কাবুল' ধারাবাহিকে তুনিশা শর্মার সঙ্গেই অভিনয় করছিলেন সায়ন্তনী ঘোষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেত্রীর সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
মুম্বই: গত ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। জানা যায়, ধারাবাহিকের সেটেই মেকআপ রুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা আত্মহত্যাই (Suicide) করেছেন অভিনেত্রী। তারপরও অভিনেত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। তুনিশা শর্মার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক এবং সহ- অভিনেতা শিজান খান। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ধারাবাহিকেরই আর এক অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) স্মৃতিচারণা করলেন তুনিশা শর্মার সঙ্গে কাজের।
">
তুনিশা শর্মার সঙ্গে কাজ প্রসঙ্গে সায়ন্তনী ঘোষ-
'আলি বাবা- দস্তান এ কাবুল' ধারাবাহিকে তুনিশা শর্মার সঙ্গেই অভিনয় করছিলেন সায়ন্তনী ঘোষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেত্রীর সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। জানালেন, এমন একটা মর্মান্তিক ঘটনা জানার পর ওই সেটে ফিরে গিয়ে কাজ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি বেশ কয়েকটা রাত ঘুমোতেও পারেননি বলে জানালেন।
">
আরও পড়ুন - Rakhi Sawant: আইনি জটিলতায় রাখী, সমন পাঠাল পুলিশ
আগেই জানা গিয়েছে যে, তুনিশা শর্মার মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল ধারাবাহিকের শ্যুটিং। ফের ওই সেটেই শ্যুটিং শুরু হয়েছে। প্রসঙ্গে সায়ন্তনী বলছেন, 'অবশ্যই, ওকে নিয়ে সমস্ত স্মৃতি আমাদের চোখের সামনে ভাসছে। তবে, আমরা ইতিবাচক উপায়ে ওকে মনে রাখতে চাই। ওর হাসি মুখ মনে রাখতে চাই। অবশ্যই ওর মর্মান্তিক ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। কিন্তু আমরা শুধুই ভালোটা মনে রাখতে চাই। আমরা সকলে ওর আত্মার শান্তি কামনা করি। ওর প্রিয়জনদের ঈশ্বর শক্তি দিন, এটাই কামনা করি।'
">