Sayantika Banerjee: 'মাতৃসমা' মুখ্যমন্ত্রীর হাত থেকে 'মহানায়ক' সম্মান গ্রহণ সায়ন্তিকার, সোশ্যাল মিডিয়ায় কটূ মন্তব্যের ঝড়
Mamata Banerjee: গতকালের বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল উত্তম কুমারের ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হয় এই অনুষ্ঠান।
কলকাতা: সোমবার, ২৪ জুলাই, মহানায়ক উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে (Uttam Kumar Death Anniversary) টলিউডের অভিনেতা অভিনেত্রীদের বিশেষ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অনুষ্ঠানে ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত করা হল, কোয়েল মল্লিক (Koel Mallick), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Shayantika Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-কে। পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই। অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু এই খবর নেটিজেনদের বিশেষ পছন্দ হয়নি। ধেয়ে এল একাধিক কটূ মন্তব্য।
'মহানায়ক' সম্মান পেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
মঞ্চে উপস্থিত একাধিক তাবড় নাম। কেউ বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র তো কেউ বিশিষ্ট রাজনীতিক। তারই মাঝে মঞ্চে উঠে লাল চূড়িদারে সায়ন্তিকা 'মহানায়ক' পুরস্কার নিলেন মুখ্যমন্ত্রীর হাত থেকে। অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, 'মহানায়ক সম্মান ২০২৩। আমাকে এই বৃহত্তর সম্মানের যোগ্য ভাবার জন্য আমি ধন্যবাদ জানাই মাতৃসমা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথ্য ও সংস্কৃতি দফতর পশ্চিমবঙ্গ ও সর্বোপরি আমার দর্শককে। সম্মান ও ভালবাসা এক শিল্পীর সারা জীবনের সম্পদ, এই সম্মান আরও ভাল করে কাজ করার অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ।'
কিন্তু এই ছবিগুলি পোস্ট হতেই কটূ মন্তব্যের বন্যা। একজন মন্তব্য করেন, 'লজ্জা করে না এই পুরস্কারগুলো নিতে?' অপর একজন লিখলেন, 'ধিক্কার! মনুষ্যত্ব থাকলে এই পুরস্কার ফিরিয়ে দিতেন।' অপর একজন লেখেন, 'রাজনীতিতে সকলে এসবই করছেন। আর বলছেন আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এই সব অ্যাওয়ার্ড বাড়িতে সাজিয়ে রাখবেন রাজনীতি জয় হিসেবে।' অনেকেরই মতে কোনও শিল্পী 'মহানায়ক' হওয়ার যোগ্য কি না তা পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে দেওয়া উচিত ছিল। যদিও এত নেতিবাচক মন্তব্যের মধ্যে কিছু শুভেচ্ছাবার্তাও রয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বাঁকুড়ার প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তিনি। ফলে অভিনেত্রী 'মহানায়ক' সম্মান প্রাপ্তির ঘটনাকে অনেক নেটিজেনই রাজনীতির রং দিয়েছেন। অনেকেরই স্পষ্ট বক্তব্য, তিনি তৃণমূলের নেত্রী, তাই এই সম্মান তিনি পেতেই পারেন। যদিও এই সমস্ত 'কুমন্তব্য'কে পাত্তা না দিয়ে অনুষ্ঠানের আরও এক মুহূর্ত ভাগ করে নেন সায়ন্তিকা। সেখানে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। সেই ছবিতে মিমি চক্রবর্তী ভালবাসা জানালেও ফের নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন সায়ন্তিকা।
গতকালের বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল উত্তম কুমারের ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হয় এই অনুষ্ঠান। মঞ্চ জুড়ে যে সাদা স্ক্রিন ছিল, তাতে ছিল উত্তমকুমার অভিনীত বিভিন্ন ছবির নাম। মহানায়কের স্মরণে এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তমকুমারের পরিবারের অন্যান্য সদস্যও। এছাড়াও দর্শকাসনে হাজির ছিলেন টলিউড ও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial