এক্সপ্লোর
সংবেদনশীল মানুষের বলিউডে আসা উচিত নয়, বললেন সোহা
মুম্বই: পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না বেশ কিছুদিন। তা বলে চুপ করে বসে নেই সোহা আলি খান। মা হয়েছেন, বই লিখে ফেলেছেন ‘পেরিলস অফ বিইং মডারেটলি ফেমাস’। আর এবার স্বামী কুণাল খেমুর সঙ্গে হাত মিলিয়ে ছবি করতে চলেছেন তিনি। সোহা বলেছেন, সংবেদনশীল মানুষের বলিউডে কাজ করতে আসা উচিত নয়। প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হবে, চামড়া মোটা না হলে তা সহ্য করা সম্ভব নয়। সোহা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে আপনার সম্পর্কে মতামত দেবেন। যদি আপনি সংবেদনশীল হন, ওই মন্তব্যগুলি তাহলে আপনাকে শেষ করে ফেলার পক্ষে যথেষ্ট। স্বামী কুণালের সঙ্গে হাত মিলিয়ে এবার প্রযোজনায় আসছেন সোহা। প্রথম ছবিটি হবে প্রখ্যাত আইনজীবী রাম জেঠমালানির জীবনী নিয়ে। সোহা বলেছেন, রাম জেঠমালানি ৯০ বছরের বেশি বেঁচেছেন, তাঁর জীবনের কোনও একটা অংশ নিয়ে এগোবে ছবি। কোন সময়ের ওপর ভিত্তি করে গল্প এগোবে তা ঠিক করে ফেলার পর শিল্পীদের ঠিক করা হবে। তবে পরিচালকই শেষ কথা বলবেন। সোহার আগামী ছবি সাহেব, বিবি অওর গ্যাংস্টার ৩। জুলাই মাসে মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















