Music Video: ধারাবাহিকের পরিচিত মুখ এবার নায়কের ভূমিকায়, প্রেমের গানে দেখা যাবে 'তোপসে' আয়ুষকে
Ayush Das: এই ভিডিওতে মিষ্টি একটা প্রেমের গল্প আছে। আয়ুষ এখানে গ্রামের একটা মুদি দোকান চালায়। গ্রামেরই একটা সহজ-সরল মেয়ের সঙ্গে তাঁর প্রেম জমে ওঠে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শমীক ভাদুড়ি।
কলকাতা: এবার তাঁকে দেখা যাবে নায়কের ভূমিকায়। তিনি 'তোপসে' আয়ুষ দাস (Ayush Das)। তবে ছোটপর্দায় (Small Screen) নয়, কোথায় হিরো (hero) হচ্ছেন তিনি? বিপরীতে কোন নায়িকা (heroin)?
এবার নায়কের ভূমিকায় 'তোপসে' আয়ুষ
আয়ুষ দাস। বাংলা টেলিভিশন জগতে এখন খুবই পরিচিত মুখ তিনি। স্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে তাঁকে রোজ দেখতে পান দর্শক। শুধু 'বাংলা মিডিয়াম' নয়, 'কৃষ্ণকলি', 'কড়ি খেলা' এবং আরও একাধিক ধারাবাহিকেই আয়ুষ দাস অত্যন্ত পরিচিত নাম। তিনি এরই মধ্যে বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এক মিষ্টি, বাচ্চা ছেলের ইমেজ আয়ুষকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তার ওপর সম্প্রতি 'তোপসে'-র ভূমিকায় অভিনয় করে তার এই ইমেজ আরও জোরদার হয়েছে।
এই 'মিষ্টি' আয়ুষই এবার হিরো হতে চলেছেন। 'মিষ্টি' বাচ্চা ছেলেটা এবার 'হাঁটু মুড়ে বসা' প্রেমিক! তবে কোনও সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিওয় আয়ুষকে নায়কের ভূমিকায় দেখা যাবে। তাঁর নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা সঞ্চিতা চট্টোপাধ্যায়কে। নায়কের ভূমিকায় অভিনয় করে কেমন লাগছে আয়ুষের? তিনি বলেন, 'আমি এর আগে একটামাত্র মিউজিক ভিডিওতেই কাজ করেছি। এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। আমাকে যখন প্রথম অভিনয় করার জন্য বলা হয়, আমি গানটা শুনতে চেয়েছিলাম। গানটা শুনেই আমার দারুণ ভাল লেগে গিয়েছিল। হুক লাইনটা দুর্দান্ত 'তোমায় বউ বানাবো'। গানটা শোনার পর দেখালাম নিজের অজান্তেই হুক লাইনটা বার বার গুনগুন করছি। এই গানটার প্রেমে পড়েই মিউজিক ভিডিওটা করতে রাজি হয়ে যাই। মুর্শিদাবাদে আমাদের শ্যুটিং হয়। দারুণ হই হই করে আমরা শ্যুটিং করেছি। আশা করি গানটা দর্শকের ভাল লাগবে।'
আরও পড়ুন: Salman Khan: একসময় নিজের হাতে বাথরুমও পরিষ্কার করতে হয়েছিল, এতদিন পর খোলসা করলেন সলমন
এই ভিডিওতে মিষ্টি একটা প্রেমের গল্প আছে। আয়ুষ এখানে গ্রামের একটা মুদি দোকান চালায়। গ্রামেরই একটা সহজ-সরল মেয়ের সঙ্গে তাঁর প্রেম জমে ওঠে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শমীক ভাদুড়ি। গানটি লিখেছেন ভাস্কর ঘোষ। সুর দিয়েছেন এবং গেয়েছেন সৌগত দে। 'তোমায় বউ বানাবো' মিউজিক ভিডিওটি লঞ্চ করছে আজ, অর্থাৎ ১৬ অগাস্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন