শাহরুখ ও ঐশ্বর্যা যাই চান না কেন, তাঁদের অগনিত অনুগামীরা চান, এই জুটি খুব শীঘ্রই ফের পর্দায় ফিরে আসুক। সব ছবি মানহ মঙ্গলানী।
2/10
এটা নয়, যে এই দুই তারকা আর কোনওদিন একসঙ্গে কাজ করবেন না। সূত্রের মতে, দুজনই ফের পর্দায় জুটি বাঁধতে চান। তবে স্ক্রিপ্ট ভাল হলে তবেই।
3/10
এখানে বলে রাখা দরকার, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শাহরুখ-ঐশ্বর্যা। কিন্তু, সবকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
4/10
কিন্তু, একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দুজনকে ফের একসঙ্গে একটি ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, দুজনই তা প্রত্যাখ্যান করে।
5/10
গত বছর মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ-ঐশ্বর্যা জুটিকে দেখে ভীষণই পছন্দ করেন দর্শকরা।
6/10
এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘দেবদাস’ এই জুটির অন্যতম হিট ছবি। এই ছবিটি পাঁচটি জাতীয় পুরস্কার সমেত বহু পুরস্কার জিতেছিল।
7/10
প্রসঙ্গত, শাহরুখ এবং ঐশ্বর্যাকে একসঙ্গে ‘মোহব্বতেঁ’ ছবিতে দেখা যায়। সেই সময় এই জুটিকে ভীষণই পছন্দ হয়েছিল দর্শকদের।
8/10
সেখানে তাঁরা একসঙ্গে পোজও দেন। যা প্রায় সবকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
9/10
সম্প্রতি, একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় দুজনকে।
10/10
যখনই শাহরুখ খান ও ঐশ্বর্যা রাই বচ্চন একসঙ্গে পর্দায় এসেছেন, তখনই কোনও না কোনও ভাল ছবি উপহার দিয়েছেন।