Shah Rukh and Gauri Dance: ডান্স ফ্লোর মাতালেন শাহরুখ-গৌরী, ভাইরাল ভিডিও
SRK & Gauri: একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কালো স্যুটে বলিউডের বেতাজ বাদশাহ্ শাহরুখ খান। গৌরী খানকে দেখা যায় সবুজ গাউনে।
মুম্বই: 'কাপল গোলস' (Couple Goals) সত্যিই তাঁদের দেখে শেখার মতো। তাঁরা বলিউডের 'শাহি জুটি', শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খান (Gauri Khan)। বিয়ের তিন দশক পেরিয়েও হাতে হাত রেখে, একে অপরের পাশে দাঁড়ান তাঁরা। সম্প্রতি তাঁদের দেখা গেল অভিনেতা চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) ভাইঝি অলন্যা পাণ্ডের (Alanna Panday) বিয়েতে নাচ করতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় হুড়মুড়িয়ে।
গানের তালে পা মেলালেন শাহরুখ-গৌরী
একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কালো স্যুটে বলিউডের বেতাজ বাদশাহ্ শাহরুখ খান। গৌরী খানকে দেখা যায় সবুজ গাউনে। এ পি ঢিলোঁর গান 'দিল নু'র সুরে তাঁদের কোমর দোলাতে দেখা গেল। ডান্স ফ্লোরে তাঁদের সঙ্গে পা মেলাচ্ছেন কনের মা ডিয়ান পাণ্ডে। গোল করে নাচ করতে দেখা যাচ্ছে তাঁদের। স্বাভাবিকভাবেই এই জুটির রসায়ন অত্যন্ত পছন্দ দর্শকের। আদুরে কমেন্টে ভেসেছে সোশ্যাল মিডিয়া।
অপর এক ভিডিওয় দেখা যায় আবেগঘন অলন্যা পাণ্ডে জড়িয়ে ধরেছেন শাহরুখ খানকে। বন্ধুর মেয়ের বিয়েতে তাঁকে শান্ত করছেন কিং খান। প্রসঙ্গত, অলন্যা হচ্ছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডে ও ফিটনেস ইনস্ট্রাক্টর ডিয়ান পাণ্ডের মেয়ে। গত কিছুদিন ধরেই অলন্যার বিয়ের একাধিক ছবি ও ভিডিওয় ভাসছে সোশ্যাল মিডিয়া। নতুন ও পুরনো অজস্র বলিউড ও পাঞ্জাবী গানে পা মিলিয়েছেন অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডে, অহন পাণ্ডে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অলন্যা বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক আইভরকে। বৃহস্পতিবার হিন্দু মতে বিয়ে হয়েছে তাঁদের। আইভর মার্কিনে কর্মরত, পেশায় চিত্রগ্রাহক।
View this post on Instagram
কিছুদিন আগেই ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন শাহরুখ খান। সেখানে শোনা যায় এক বৃদ্ধা হাতে চায়ের কাপ নিয়ে কথা বলছেন। গুজরাতি ভাষায় তিনি নিজের 'চিরদিনের ক্রাশ'-এর নাম বলছেন। তাঁরা কারা? ধর্মেন্দ্র ও শাহরুখ খান। বৃদ্ধার নাতি ওই ভিডিও পোস্ট করেন ট্যুইটারে। শাহরুখকে ট্যাগ করে তিনি লেখেন, 'বোঝা গেল যে এসআরকে আমার ঠাকুমার ফরেএভার ক্রাশ। আশা করি এটা ওঁর পর্যন্ত পৌঁছবে।' কিং খানের কাছে ভালবাসার প্রস্তাব যাবে আর তিনি উত্তর দেবেন না তা হয়? তিনি তো 'হৃদয়ের বাদশাহ্'। এই ট্যুইটের উত্তর দিয়েছেন তিনি। গুজরাতি ভাষায় লিখেছেন, 'আমিও তোমাকে ভালবাসি বা।'