SRK at Shirdi Sai Baba Temple: ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার শরণে কিং খান, সঙ্গী মেয়ে সুহানা
Shah Rukh Khan: যে কোনও ছবি মুক্তির আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে যেতে আগেও দেখা গেছে শাহরুখ খানকে। সম্প্রতি তিনি গিয়েছিলেন জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে। মঙ্গলবার ভাইরাল হয় সেই ছবি।

মুম্বই: মুক্তির অপেক্ষায় চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি। আর মাত্র ১ সপ্তাহের অপেক্ষা। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজু হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। তার আগে মহারাষ্ট্রের শিরডি সাইবাবার শরণে পৌঁছলেন বলিউড বাদশাহ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান। ভাইরাল হল সেই ভিডিও।
শিরডি সাইবাবার শরণে মেয়ের সঙ্গে কিং খান
বৃহস্পতিবার মহারাষ্ট্রের শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছলেন শাহরুখ খান। কড়া নিরাপত্তার মধ্যে দিলেন পুজো। প্রার্থনা সারলেন। সঙ্গে ছিলেন কন্যা ও অভিনেত্রী সুহানা খান এবং অবশ্যই অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি।
এদিন যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সুহানা সামনে হাঁটছেন, পিছনে রয়েছেন পূজা দাদলানি। মন্দিরে এদিন একেবারে এথনিক পোশাকে দেখা যায় তারকা কন্যাকে। সবুজ রঙের স্যুট পরেছিলেন তিনি, সঙ্গে মিলিয়ে ওড়না। পূজাকে দেখা গেল বেইজ রঙের পোশাকে। মন্দির থেকে বের হওয়ার সময়েও মেয়েকে আঁকড়ে গার্ড করে বের হতে দেখা গেল শাহরুখ খানকে। পরেছিলেন সাদা টি-শার্ট, ডেনিম ও জ্যাকেট। সেই সঙ্গে মাথায় টুপি, চোখে রোদচশমা।
#WATCH | Actor Shah Rukh Khan and his daughter Suhana Khan offered prayers at Shirdi Sai Baba Temple, in Shirdi, Maharashtra today.
— ANI (@ANI) December 14, 2023
(Video: Shirdi Sai temple) pic.twitter.com/NNblaU7fIE
মন্দিরে প্রবেশের আগে গেটে দাঁড়িয়ে ভিড় করে অপেক্ষায় থাকা অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা, করজোড়ে প্রণাম জানান, উড়ন্ত চুম্বন পাঠান। প্রবেশদ্বার দিয়ে ঢুকে তিনি সামনে দাঁড়ানো এক ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন, হাত মেলান। হাঁটতে হাঁটতে তাঁর সঙ্গে কথাও বলতে দেখা যায়।
যে কোনও ছবি মুক্তির আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে যেতে আগেও দেখা গেছে শাহরুখ খানকে। সম্প্রতি তিনি গিয়েছিলেন জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে। মঙ্গলবার অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে দেখা যায় শাহরুখ খানকে। এর আগে জানুয়ারিতে 'পাঠান' মুক্তির আগে ও সেপ্টেম্বরে 'জওয়ান' মুক্তির আগেও তিনি গিয়েছিলেন বৈষ্ণোদেবীর শরণে।
আরও পড়ুন: KWK 8: প্রেমিকার থেকে ১২ বছরের ছোট! মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোল প্রসঙ্গে কী মন্তব্য অর্জুনের?
২১ ডিসেম্বর, বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের চলতি বছরে তৃতীয় ছবি 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করবেন তিনি। সঙ্গে দেখা যাবে তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানির মতো তারকা অভিনেতাদের। বন্ধুত্ব, ভালবাসার মোড়কে তৈরি এই ছবি নিয়েও অনুরাগীদের আশা তুঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















