Shah Rukh Khan: রাত ২টোয় অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন শাহরুখ খান, তারপর?
Assam CM Tweet: সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী ট্যুইটারে একটি ঘটনা লিখেছেন। হেমন্ত বিশ্বাস শর্মা লিখেছেন, 'আজ রাত ২টোয় বলিউড তারকা শাহরুখ খান আমায় ফোন করেছিলেন'
মুম্বই: শিরোনামে 'পাঠান' (Pathaan)। ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি। এই সিনেমা ঘিরে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। আর এবার শাহরুখের সঙ্গে কথাবার্তার একটি ঘটনা ।
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী ট্যুইটারে একটি ঘটনা লিখেছেন। হেমন্ত বিশ্বাস শর্মা লিখেছেন, 'আজ রাত ২টোয় বলিউড তারকা শাহরুখ খান আমায় ফোন করেছিলেন। আমাদের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। গুয়াহাটিতে তাঁর ছবি চলাকালীন যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন উনি। আমি ওঁকে আশ্বাস দিই, আমরা সমস্ত নিয়ম এবং সুরক্ষাবিধি মেনে চলব। কোনও অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা না বলেই ওঁকে আশ্বাস দিই।'
কিন্তু এই ট্যুইটের জন্যও কটাক্ষের শিকার হতে হয় মুখ্যমন্ত্রীকে। এই ট্যুইটের ঠিক একদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে 'পাঠান'-এর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন শাহরুখ খানকে চিনতে অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আজকের ট্যুইটের উত্তরে এক নেটিজেন লেখেন, 'একদিন আগে যে আপনি বলেছিলেন শাহরুখ খানকে আপনি চেনেন না। তাহলে আপনি কেবল শিরোনামে আসতে চেয়েছিলেন!'
যশরাজ ফিল্মসের ব্যানারে ২৫ তারিখ মুক্তি পাবে এই ছবি।