Pathaan: বাংলাদেশে ১২মে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার 'পাঠান'
Pathaan: দীর্ঘসময় পর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় কোনও বলিউড ছবি।
কলকাতা: দীর্ঘ সময় দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। ওটিটিতেও দর্শক ইতিধ্য়েই দেখে ফেলেছ এই ছবি। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, আগামী ১২মে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখ-দীপিকার এই ছবি।
এপ্রসঙ্গে, যশ রাজ ফিল্মসের নেলসন ডি’সুজা এক বিবৃতিতে বলেছেন, “সিনেমা সর্বদাই জাতি, এবং সংস্কৃতির মধ্যে ঐক্যবদ্ধ শক্তি তৈরি করে। এটি সীমানা অতিক্রম করে, মানুষকে একত্রিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অবিশ্বাস্যভাবে রোমাঞ্চিত যে 'পাঠান', যেটি বিশ্বব্যাপী ঐতিহাসিক ব্যবসা করেছে, এখন বাংলাদেশের দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ পাবে!”
তিনি আরও বলেন,'পাঠান ১৯৭১ সালের পর বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম হিন্দি ছবি। আমরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। আমরা বছরের পর বছর ধরে শিখেছি যে শাহরুখ খানের বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে এবং আমরা মনে করি 'পাঠান' ছবিটি হিন্দি সিনেমার নিখুঁত প্রথম ছবি এবং এটি ভারতীয় সংস্কৃতি ও সিনেমার প্রতিনিধিত্ব করে।'
আরও পড়ুন...
Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?
ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি।
আরও পড়ুন...
Weight Loss: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে