SRK Eid Greetings: ২ বছর পর সেই চেনা ছবি! অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে মন্নতের ব্যালকনিতে শাহরুখ খান
SRK Eid Greetings: সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই: ২০২২ সালের ইদ (Eid) আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন কিং খান (King Khan)। তাঁর বাড়ি 'মন্নত'-এর (Mannat) সেই বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনে ভিড় করা অগুন্তি অনুরাগীদের উদ্দেশে জানালেন ইদের শুভেচ্ছা। ঠিক যেমন বছর দুই আগে পর্যন্ত একটা নিয়মের মতো করতেন এই কাজ।
২ বছর পর ফের সেই চেনা রীতি
ইদের দিন সকাল থেকে 'মন্নত'-এর সামনে লোকে-লোকারণ্য। এ যেন সিনেপ্রেমীদের কাছে খুবই চেনা দৃশ্য। তারপর এক বিশেষ সময়ে ব্যালকনিতে আসবেন বাদশা! ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, ভালবাসা পাঠাবেন, কখনও করজোড়ে প্রণাম তো কখনও সেলাম।
সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, 'ইদে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে... আল্লাহ তোমাদের সকলকে ভালবাসা, আনন্দ দিন। ইদ মুবারক।'
View this post on Instagram
উচ্ছ্বসিত জনতা তখন যেন সত্যিই হাতে চাঁদ পেয়েছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সেই সমস্ত ছবিতে। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'ইদি পেয়ে গেছি।' অপর এক ভক্ত লিখলেন, 'তাঁর ক্ষণিকের উপস্থিতি অজস্র মুখে হাসি ফোটায়। আড়াই বছর পর অনুরাগীদের জন্য হাত নাড়লেন শাহরুখ খান।'
আরও পড়ুন: Tanushree Dutta: মহাকাল দর্শনের পথে গাড়ির ব্রেক ফেল, দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত
গত ২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের 'ইদ দর্শন' স্থগিত ছিল। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শাহরুখ তাঁর ভক্তদের শুভেচ্ছা জানাতেন। ২০২০ সালে খুদে আব্রামের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। গত বছর একটি সাদা-কালো সেলফি পোস্ট করেন। এদিন নীল টি-শার্ট ও ডেনিম প্যান্টে দেখা গেল তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
