Tanushree Dutta: মহাকাল দর্শনের পথে গাড়ির ব্রেক ফেল, দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত
Tanushree Dutta Update: মন্দিরের সামনে ছবি শেয়ার করার সঙ্গে তিনি পায়ে চোট লাগার ছবিও শেয়ার করেছেন। মেরুন রঙের চুড়িদারে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ বেশ দুঃসাহসিক একটা দিন ছিল।'
![Tanushree Dutta: মহাকাল দর্শনের পথে গাড়ির ব্রেক ফেল, দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত Tanushree Dutta received minor injuries after she met with a road accident while going from Indore Tanushree Dutta: মহাকাল দর্শনের পথে গাড়ির ব্রেক ফেল, দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/03/0d27537786ae0bacce20283ca3ff43da_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। মন্দির যাওয়ার পথে সম্প্রতি দুর্ঘটনার (road accident) শিকার হন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় যে গাড়িতে করে মহাকাল (Mahakal) দর্শনে যাচ্ছিলেন তিনি, মাঝ রাস্তায় তার ব্রেক ফেল করে। তাতেই ঘটে অঘটন।
দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী পোস্ট করে জানান তাঁর দুর্ঘটনার কথা। ইন্দোর থেকে উজ্জয়নে মহাকাল দর্শনে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। মন্দিরে পুজো দেওয়ার পর এদিন বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী।
মন্দিরের সামনে ছবি শেয়ার করার সঙ্গে তিনি পায়ে চোট লাগার ছবিও শেয়ার করেছেন। মেরুন রঙের চুড়িদারে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ বেশ দুঃসাহসিক একটা দিন ছিল। তবে অবশেষে মহাকাল দর্শন করতে পেরেছি। মন্দির যাওয়ার পথে আচমকা দুর্ঘটনা... ব্রেক ফেল করে ক্র্যাশ... যদিও কয়েকটা সেলাই নিয়ে ছাড়া পেয়েছি... জয় শ্রী মহাকাল!'
View this post on Instagram
ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবিতে তাঁর দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান অভিনেত্রী। লেখেন, 'আমার বিশ্বাস অন্ধ নয়। এটা দেখতে পায়, অনুভব করে এবং জানে। আমার বিশ্বাস হল সেই দড়ি আমার কাছে যখনই জীবন চটজলদির মতো মনে হয়, জীবনে চলার পথে আমার ঢাল।'
তাঁর কথায়, 'সবচেয়ে কঠিন মুহূর্তেও আমি যখন জানি না ভবিষ্যতে কী রয়েছে, তখন আমার ভেতরে এক কণ্ঠ আমাকে বলে যে আমি ঠিক থাকব। যাতে কোনও হাড় না ভাঙে সেই প্রার্থনা করেছিলাম, তো কোনও হাড় ভাঙেনি... তিন তলা থেকে ক্র্যাশের আওয়াজ পাওয়া যায়, কিন্তু তবুও আমার বিশেষ কোনও ক্ষতি হয়নি। আমি বিশ্বাসে ভর করে বাঁচতে ভালবাসি। যা হচ্ছে আমার ভালর জন্যই হচ্ছে। কোনও ব্যাপার না। আমি আজ ভাল আছি, আগামীকাল আরও ভাল দিন হবে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)