এক্সপ্লোর
Advertisement
'কাজলের সঙ্গে কাজ করতে চেষ্টা কোরো না!' আমিরকে সতর্ক করেছিলেন শাহরুখ!
'কাজল অত্যন্ত খারাপ, ওর সঙ্গে তুমি অভিনয় করার চেষ্টাও কোরো না!' আমির খানকে এই বলেই নাকি সতর্ক করেছিলেন শাহরুখ খান! সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের কথা উঠে এল বলিউডের বাদশাহের স্মৃতিতে।
মুম্বই: 'কাজল অত্যন্ত খারাপ, ওর সঙ্গে তুমি অভিনয় করার চেষ্টাও কোরো না!' আমির খানকে এই বলেই নাকি সতর্ক করেছিলেন শাহরুখ খান! সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের কথা উঠে এল বলিউডের বাদশাহের স্মৃতিতে।
৯০-এর দশকের 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' থেকে শুরু করে হালফিলের 'দিলওয়ালে', শাহরুখ-কাজল জুটি এখনও ম্যাজিক আনে রুপোলি পর্দায়। দর্শকরা এখনও মজে বলিউডের এই হিট জুটির রোম্যান্সে। কেবল পর্দায় নয়, পর্দার বাইরেও শাহরুখ-কাজলের বন্ধুত্ব টিনসেল টাউনে বেশ চর্চিত। তবে এই শাহরুখই নাকি একসময় কাজলের নিন্দা করেছিলেন আমির খানের কাছে!
তখন কেরিয়ারের শুরুর দিকে তখন 'বাজিগর' ছবিতে কাজলের সঙ্গে কাজ করছেন শাহরুখ। সেইসময় একদিন শাহরুখের কাছে কাজলের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আমির খান। আমির ও শাহরুখের বন্ধুত্ত তখন জমে উঠেছে। উত্তরে শাহরুখ বলেছিলেন, 'কাজল ভীষণ খারাপ। কাজের প্রতি কোনও মন নেই ওর। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না!'
কাজের শেষে সন্ধ্যেবেলা সিনেমার ভিডিও রেকর্ডিংগুলো দেখতে বসেন শাহরুখ। আর তারপরেই আমিরকে ফোন করে তিনি বলেন, আমার জানি না এটা কী করে সম্ভব। কিন্তু কাজল রুপোলি পর্দায় ম্যাজিকের ছোঁয়া এনে দেয়।
একটি সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, 'আমি একবার একটি ছবির সেটে গিয়ে প্রচুর কথা বলছিলাম। শাহরুখ আমায় রেগে গিয়ে চুপ করতে বলে। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু।'
শাহরুখ কাজলের বন্ধুত্ব থেকে রুপোলি পর্দার জুটি, এখনও অনুরাগীদের অন্যতম পছন্দ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement