Shah Rukh-Juhi Chowla: রবিবার চেন্নাইয়ে নাইটদের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন শাহরুখ? কী জানাচ্ছেন জুহি চাওলা?
Shah Rukh Khan News: জুহি শাহরুখের দীর্ঘদিনের বন্ধু ও কলকাতা নাইট রাইডার্সের দলের অন্যতম কর্ণধার। এদিন শাহরুখের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন তিনি
কলকাতা: তীব্র গরমে কাবু হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আজ, বৃহস্পতিবার আমদাবাদ থেকে মুম্বই ফেরার কথা তাঁর। মঙ্গলবার IPL-এর কোয়ালিফায়ার ১-এ (IPL Qualifier 1) 'কলকাতা নাইট রাইডার্স'-কে (Kolkata Knight Riders) সমর্থন করতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) উপস্থিত ছিলেন দলের অন্যতম কর্ণধার, বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan Hospitalised)। এরপর থেকেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছিলেন কিং খানের স্বাস্থ্য নিয়ে। আজ, শাহরুখের স্বাস্থ্য নিয়ে আশার কথা শোনালেন বন্ধু জুহি চাওলা (Juhi Chawla)।
জুহি শাহরুখের দীর্ঘদিনের বন্ধু ও কলকাতা নাইট রাইডার্সের দলের অন্যতম কর্ণধার। এদিন শাহরুখের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন তিনি। গতকালই জানা গিয়েছিল, ভাল আছেন শাহরুখ। এদিন সেই খবরেই শিলমোহর দেন জুহি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে জুহি বলেন, 'শাহরুখ সম্ভবত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন আর তাই, ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ও খুব ভাল আছে। তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। রবিবারের মধ্যে আশা করি ও স্বমহিমায়, নাইট রাইডার্সের জন্য গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকতে পারবে। আমাদের দল ফাইনাল খেলছে বলে কথা।'
বুধবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শাহরুখের হঠাৎ জ্বর এসেছিল ও ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল। শাহরুখে অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি আমদাবাদে পৌঁছন গৌরী খান। শোনা যাচ্ছে, সম্পূর্ণ সেরে ওঠার জন্য অন্তত ১ সপ্তাহ কাজ থেকে বিরতি নেবেন বাদশাহ। তবে রবিবার, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন শাহরুখ খান। 'কলকাতা নাইট রাইডার্স'- এবার আইপিএলের ফাইনাল খেলছে। আর সেই ম্যাচে শোস্টপার শাহরুখ উপস্থিত থাকবেন না তাও কি হয়? শাহরুখের অসুস্থতার খবরে তাই কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে শাহরুখ যে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, সেই খবরেই যেন সিলমোহর দিয়েছেন জুহি চাওলা। এবার সবার চোখ রয়েছে রবিবারের দিকে। কখন মাঝে ঝলমল করে উঠবেন নাইটরা আর বক্সের ব্যলকনিতে সমানভাবে দ্যুতি ছড়াবেন শাহরুখ খান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।