Shah Rukh Khan: 'জওয়ান ব্লকবাস্টার ছবি', মহেশ বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় কী লিখলেন শাহরুখ?
Jawan: ৭ সেপ্টেম্বর শেষে প্রথম দিনে দেশে 'জওয়ান' বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে। বিশ্বে মোট আয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা।
![Shah Rukh Khan: 'জওয়ান ব্লকবাস্টার ছবি', মহেশ বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় কী লিখলেন শাহরুখ? Shah Rukh Khan: Mahesh Babu praised Shah Rukh Khan for Jawan, Actor wrote an interesting reply know in details Shah Rukh Khan: 'জওয়ান ব্লকবাস্টার ছবি', মহেশ বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় কী লিখলেন শাহরুখ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/ede2184536a67e9e835dfdfb836707cb169416824923749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথমদিনেই 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা দেশ। বক্সঅফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করল এই ছবি, ভাসল প্রশংসার বন্যাতেও। কলকাতা থেকে শুরু করে প্রায় সব শহরেই একাধিক শো-এ অমিল হল 'জওয়ান'-এর টিকিট। বলিউড থেকে শুরু করে টলিউড.. শাহরুখ খানকে (Shah Rukh Khan)-কে প্রশংসায় ভরালেন তারকারাও।
সোশ্যাল মিডিয়ায়, 'জওয়ান' দেখা পরে, শাহরুখে প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী তারকা মহেশ বাবু (Mahesh Babu)। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, 'জওয়ান ব্লকবাস্টার হিট একটি ছবি। অ্যাটলি একটি কিং-সাইজ বিনোদনের ছবি বানিয়েছে, তাও কিং-কে নিয়ে। এটা ওঁর কেরিয়ারের সেরা ছবি। পর্দায় উপস্থিতি, ম্যাজিক, স্টাইল.. শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর তুলনা খুঁজে পাওয়া অসম্ভব। এই ছবিতে শাহরুখ জাস্ট আগুন! 'জওয়ান' তো নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলল। কী দুর্দান্ত ব্যাপার এটা। শাহরুখ সত্যিই কিংবদন্তি।'
মহেশ বাবুর এই এক্সটি রি-এক্স করে শাহরুখ লেখেন, 'অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেককেই আপনার মতোই ছুঁয়ে গিয়েছে 'জওয়ান'। আপনাকে, আপনার পরিবারকে অনেক অনেক ভালবাসা। আপনার কথা আমায় ভীষণভাবে উদ্দিপ্ত করে। আগামীতে চেষ্টা করব আপনাদের আরও বিনোদন দিতে। অনেক ধন্যবাদ বন্ধু।'
Thank u so much. Everyone is so thrilled you liked it. Big love to you and family. Very encouraging to hear your kind words. Will keep working harder now to entertain. Love you my friend. https://t.co/won5gxilR7
— Shah Rukh Khan (@iamsrk) September 8, 2023
৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) মুক্তির দিন দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের মেজাজ। অপরিমেয় উন্মাদনা উচ্ছ্বাস উদযাপনে কিং খানের অনুরাগীরা স্বাগত জানিয়েছেন 'জওয়ান'কে। তার প্রতিফলন দেখা গেল বক্স অফিসেও (Box Office)। হিসেব মতোই প্রথম দিনেই ইতিহাস গড়ল এই ছবি। 'পাঠান' (Pathaan) ছবির সময়ে গড়া নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিং খান। প্রথম দিনে দেশে তো বটেই বিশ্বজুড়ে ১৫০ কোটির ব্যবসা করেছে 'জওয়ান'। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির (Atlee) ছবি 'জওয়ান' হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড আয় করল প্রথম দিনেই। ৭ সেপ্টেম্বর শেষে প্রথম দিনে দেশে 'জওয়ান' বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে। বিশ্বে মোট আয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)