Shah Rukh Khan: OTT-তে এখনই শাহরুখ-ঝড়! প্রায় ৪৮০ কোটি টাকায় 'জওয়ান' ও 'ডাঙ্কি'র ডিজিটাল স্বত্ব বিক্রি, খবর সূত্রের
SRK OTT: এখন মুক্তির অপেক্ষায় 'জওয়ান' ও 'ডাঙ্কি'র। এখনও পর্যন্ত 'জওয়ান' ছবির অ্যানাউন্সমেন্ট টিজার ছাড়া কিছুই মুক্তি পায়নি। 'ডাঙ্কি' ছবির তো পোস্টারও প্রকাশ্যে আসেনি।
নয়াদিল্লি: ২০২৩ সালটা যেন কিং খানেরই (King Khan)। বছরের শুরুতেই ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত 'পাঠান' (Pathaan)। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে এই ছবি। এবার চলতি বছরেই তাঁর আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়, সেপ্টেম্বরে 'জওয়ান' (Jawaan) ও ডিসেম্বরে 'ডাঙ্কি' (Dunki)। তবে কেবল বক্স অফিসেই নয়, শোনা যাচ্ছে এবার ওটিটিতেও আধিপত্য বিস্তার (OTT Rights) করতে চলেছেন তিনি।
ওটিটিতেও এবার শাহরুখ-রাজ, কত টাকায় বিক্রি হল আগামী দুটি ছবির স্বত্ব?
বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখের 'পাঠান'। এখন মুক্তির অপেক্ষায় 'জওয়ান' ও 'ডাঙ্কি'র। এখনও পর্যন্ত 'জওয়ান' ছবির অ্যানাউন্সমেন্ট টিজার ছাড়া কিছুই মুক্তি পায়নি। 'ডাঙ্কি' ছবির তো পোস্টারও প্রকাশ্যে আসেনি। কেবল রাজকুমার হিরানির সঙ্গে কিং খানের প্রথম ছবির ঘোষণা হয়েছিল একটি মজার টিজারের মাধ্যমে। তখনও ছবির কাজও শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে নাকি এই দুই ছবির ওটিটি স্বত্ব কেনার হিড়িক পড়ে গেছে বলে খবর। সূত্রের খবর, এই দুই ছবির ওটিটি স্বত্ব বিক্রির দাম আকাশছোঁয়া ইতিমধ্যেই।
শোনা যাচ্ছে, 'জওয়ান' ও 'ডাঙ্কি' দুই ছবিরই ওটিটি স্বত্ব বিক্রি হয়ে গিয়েছে প্রায় ৪৮০ কোটি টাকায়। এই ডিল ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড তৈরি করেছে। এক বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, 'জওয়ান ছবির ডিজিট্যাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ব বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়। ডাঙ্কি ছবির স্বত্ব বিক্রি হয়েছে ২৩০ কোটি টাকায়। যা এখনও পর্যন্ত কোনও একটা ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।'
সকল বলিউডপ্রেমীই জানেন, শাহরুখ খানের ছোঁয়ায় জাদু আছে। যে সিনেমাই তিনি হাতে নেন, তাই সোনা ফলায় বক্স অফিসে। 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর সেই ভাবনা আরও পোক্ত হয়েছে প্রযোজকদের। আর সেই নিরিখে আগামী দুটি ছবির চাহিদা যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য।
অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'জওয়ান'-এর পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারাকে। তাছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্র, সুনীল গ্রোভার, প্রিয়মণি। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, থলপতি বিজয়। ৭ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে।
অন্যদিকে, বহু প্রতীক্ষার পর অবশেষে রাজকুমার হিরানির পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ খান। বহু প্রতীক্ষিত এই ছবিতে কিং খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকেও। বড়দিনের আবহে এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন