'Jawan' Prevue: শাহরুখ-নয়নতারা-বিজয় অভিনীত 'জওয়ান' প্রিভিউ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, 'উৎসব' নেটিজেনদের
'Jawan' Prevue Reaction:
!['Jawan' Prevue: শাহরুখ-নয়নতারা-বিজয় অভিনীত 'জওয়ান' প্রিভিউ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, 'উৎসব' নেটিজেনদের Shah Rukh Khan, Nayanthara, Vijay Sethupathi starrer Jawan Prevue Release Breaks Internet netizens go crazy 'Jawan' Prevue: শাহরুখ-নয়নতারা-বিজয় অভিনীত 'জওয়ান' প্রিভিউ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, 'উৎসব' নেটিজেনদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/99f975f2c74233e9cfe0b422ff55914f1688987621943229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: যেমন ঘোষণা তেমনই কাজ। সোশ্যাল মিডিয়ায় কালকেই ঘোষণা করা হয়েছিল যে ১০ জুলাই, অর্থাৎ আজ সকাল সাড়ে ১০টায় মুক্তি পায় শাহরুখ খান অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ পোস্ট হতেই শোরগোল, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মিম, পোস্ট, কমেন্টের বন্যা। শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) ছবির উদযাপনে সামিল সকলে। 'জওয়ান' ছবির প্রিভিউতে কিং খানকে (Shah Rukh Khan) দেখা গেল একাধিক নতুন অবতারে।
প্রকাশ্যে 'জওয়ান' ছবির প্রিভিউ, সোশ্যাল মিডিয়া মাতল 'উৎসব'-এ
অ্যাকশনে ভরপুর 'জওয়ান' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। সেখানেই ঝলক মিলল ছবির সকল চরিত্রের। সোশ্যাল মিডিয়ায় প্রিভিউ আসার পরই নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সকল অভিনেতার লুকের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। কেউ মজলেন দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্রের লুকে। শাড়ি পরে তাঁর অ্যাকশন সিক্যোয়েন্স ভাইরাল। কেউ মজলেন মুণ্ডিত মস্তকে শাহরুখের 'বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে' নাচে। অ্যাকশন নিয়ে তো সকলেই উত্তেজিত।
EVERYONE MOVEEEDDDDD !!#JawanPrevue #DeepikaPadukone pic.twitter.com/epiEqxtvfw
— Vishnu (@Vishnu_baala) July 10, 2023
the rain, her face, the sari,the taking down a man. the huge credit despite it just being a special appearance. oh i can’t stop smiling#JawanPreveu #DeepikaPadukone pic.twitter.com/4RDtBU21Q7
— 𝒅𝒆𝒍𝒊𝒍𝒂𝒉 (@darksisterI) July 10, 2023
Bawaal Hai #JawanPrevue . All records shattered 7th September. #ShahRukhKhan #Nayanthara #DeepikaPadukone #Atlee #VijaySethupathi #Jawan pic.twitter.com/BH9aQefpfv
— Vishwajit Patil (@_VishwajitPatil) July 10, 2023
#Jawan Cast...🤩💥 Gonna get a Huge Opening in South..✅
— Laxmi Kanth (@iammoviebuff007) July 10, 2023
Pakka Another 1000Cr Box Office film for #ShahRukhKhan after #Pathaan ..🤩#VijaySethupathi | #Nayanthara | #DeepikaPadukone | #Atlee | #Anirudh pic.twitter.com/SESdQYR7fy
No caption needed 👊🏻
— Mukesh Fauji (@mukesh1yadav87) July 10, 2023
What an absolute blast this is!!!
Watch it at Blockbuster #JawanPrevue in Hindi, Tamil & Telugu👇 #DeepikaPadukone #JawanTrailer #Jawan #SRK𓃵 #TejRan #Nayanthara #upsc #Heavyrainfall pic.twitter.com/0UTFpYDu8q
সোমবার সকাল শাহরুখ অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২ মিনিট ১২ সেকেন্ডের একটি প্রিভিউ আসে প্রকাশ্যে। ছবিতে কোন ধরনের চরিত্রে দেখা যাবে কিং খানকে, তাঁর চরিত্রের কত পরত তা নিয়ে বজায় রইল ধোঁয়াশা। তিনি ভাল না খারাপ, তিনি হিরো না ভিলেন, তা বলবে ছবিই। এদিন প্রিভিউ পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ম্যায় কৌন হুঁ, কৌন নেহি, জাননে কে লিয়ে, রেডি আ?' হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই প্রকাশ্যে আসে প্রিভিউ। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি, তিনটি ভাষায়।
'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর নিবেদন, গৌরী খান (Gauri Khan) প্রযোজিত, গৌরব বর্মা সহ-প্রযোজিত, অ্যাটলি পরিচালিত ছবি 'জওয়ান'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)