Mumbai Drug Case: 'ঘুষ প্রদানকারীকেও প্রশ্ন করা উচিত', মাদক মামলায় ফের সমীর ওয়াংখেড়ের নিশানায় শাহরুখ
Sameer Wankhede: হাই-প্রোফাইল মুম্বই ক্রুজ মাদক মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজি ও ঘুষ নেওয়ার অভিযোগ আনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)।
নয়াদিল্লি: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর (former Mumbai Zonal Director) সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) তাঁর পিটিশন সংশোধন করার এবং অতিরিক্ত ভিত্তি যোগ করার অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court), যার মধ্যে বলা হয়েছে যে ঘুষ প্রদানকারীর বিরুদ্ধেও বিচার করা উচিত। মুম্বই মাদক মামলায় নয়া মোড়।
পিটিশনে অতিরিক্ত ভিত্তি যুক্ত করার অনুমতি সমীর ওয়াংখেড়েকে
হাই-প্রোফাইল মুম্বই ক্রুজ মাদক মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজি ও ঘুষ নেওয়ার অভিযোগ আনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার ওয়াংখেড়ে NCB-তে ডেপুটেশনে ছিলেন, যখন বিলাসবহুল ক্রুজে অভিযান চালানো হয়। সিবিআইয়ের কথা অনুযায়ী, এই মামলা চলাকালীন সমীর ওয়াংখেড়ে ও আরও চারজন আরিয়ান খানকে (Aryan Khan) না ফাঁসানোর জন্য শাহরুখ খানের (Shah Rukh Khan) থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেন।
বুধবার, সমীর ওয়াংখেড়ের আইনজীবীরা, আবাদ পণ্ডা, রিজওয়ান মার্চেন্ট, স্নেহা সনপ এই মামলায় আদালতে একের পর এক প্রশ্ন তোলেন এজেন্সির উকিল কুলদীপ পটেলের উদ্দেশ্যে। এজেন্সির তরফে প্রশ্ন তোলা হয় যে এই সমস্ত প্রসঙ্গ পিটিশনের অংশ ছিল না। তখন আবাদ পণ্ডা জানান, এগুলি আইনি সমস্যা এবং তাই পিটিশনে থাকার দরকার নেই৷
যদিও পটেল নিজের বক্তব্যে অবিচল থাকায় এরপরে বিচারপতি এএস গড়করি এবং এসজি ডিজের বেঞ্চ ওয়াংখেড়েকে তাঁর আবেদনটি শেষবারের মতো সংশোধন করে এই পয়েন্টগুলি অন্তর্ভুক্ত করতে বলে। তাঁকে এর আগেও পিটিশন সংশোধনের অনুমতি দেওয়া হয়েছিল।
পণ্ডা বলেন যে তিনি দুর্নীতি প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারাগুলির সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত ভিত্তিগুলি অন্তর্ভুক্ত করার জন্য আবেদনটি সংশোধন করবেন। এই ধারাগুলি অনুযায়ী কোনও ব্যক্তি যিনি একজন সরকারী কর্মচারীকে প্ররোচিত করতে এবং অযাচিত সুবিধা অর্জনের জন্য ঘুষের প্রস্তাব দেন বা ঘুষ দেন তাঁরও বিচার করা হবে।
এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ২০ জুলাই এবং বলা হয়েছে ওই তারিখের মধ্যে সিবিআইকে সংশোধিত পিটিশনের উত্তর দিতে হবে। ওয়াংখেড়েকে দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ২০ জুলাই পর্যন্ত বর্ধিত করেছে আদালত।
প্রসঙ্গত, গত ২১ জুন শোনা যায়, মাদক কাণ্ডে সমীর ওয়াংখেড়ের ঘুষ নেওয়ার অভিযোগ মামলায় শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানের বয়ান রেকর্ড করা হবে। প্রসঙ্গত, এই গোটা ঘটনার সূত্রপাত ২০২১ সালের অক্টোবর মাসে। বিলাসবহুল প্রমোদতরীতে মাদক নেওয়ার অভিযোগ গ্রেফতার করা হয় আরিয়ান খান সহ একাধিককে। এরপর অভিযোগ, পাল্টা অভিযোগের টানাপোড়েনের পর প্রয়োজনীয় তথ্যপ্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পান শাহরুখ পুত্র। এরপরই NCB দ্বারা পরিচালিত এই অপারেশনের শীর্ষে থাকা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয় আরিয়ানকে জেল থেকে ছাড়ানোর বদলে ২৫ কোটি টাকা ঘুষ চান সমীর ওয়াংখেড়ে। ঘুষের ঘটনায় তাঁর সঙ্গে ছিলেন পি কে গোসাভি ও প্রভাকর সাইলি বলে অভিযোগ। পি কে গোসাভি ৫০ লক্ষ টাকা নেন বলে জানা যায়, যা তিনি ফেরতও দিয়েছেন। অন্যদিকে ওয়াংখেড়ের অপর সঙ্গে প্রভাকর সাইলির মৃত্যুও হয়েছে। প্রসঙ্গত, এর আগে সমীর ওয়াংখেড়ে হুমকি পাওয়ারও অভিযোগ তোলেন। তবে এই মামলার পরিণতি কী হয় তা বলবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন